সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাচপুর, ফতুল্লা, গোদনাইল ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকায় শুক্রবার (১ এপ্রিল) সকাল থেকে টানা ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন মেরামতের জন্য শুক্রবার সকাল ৮টা হতে শনিবার (২ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত ২৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হচ্ছে- গোদনাইল, হাজিগঞ্জ, ওয়াবদাপুল, ফতুল্লা, পঞ্চবটি, মাইজদাইর, চাষাঢ়া, কুতুবাইল, ধর্মগঞ্জ তক্কার মাঠ, পাগলা, কুতুবপুর ইউনিয়ন, ঢাকা ম্যাচ, মুক্তারপুর, নারায়ণগঞ্জ বিসিক এলাকা, ধর্মগঞ্জ, সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ, আদমজী, কাচপুর, ফতুল্লা ও নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ এলাকা।
ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং ভারতে নারী কাবাডি বিশ্বকাপ। এ লক্ষ্যে প্রশিক্ষণ ক্যাম্পে ডাক পেয়েছেন বগুড়ার প্রতিভাবান দুই নারী খেলোয়াড়।
ডাক পেয়েছেন, বর্তমানে আউটসোর্সিংয়ে বাংলাদেশ পুলিশ নারী কাবাডি দলের হয়ে খেলা ইসরাত জাহান সাদিকা এবং বগুড়া করোনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজে এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী আছমিতা আক্তার ঐশী।
সাদিকা বগুড়া শহরের বৃন্দাবন উত্তর পাড়ার আব্দুল কাদের রনির মেয়ে ও ঐশী বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার আতাউর রহমানের মেয়ে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সাদিকা ও ঐশীর সাথে কথা বলে জানা যায়, তাদের দুইজনের ইচ্ছা ছিল জাতীয় দলের হয়ে খেলার, সেই স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হতে যাচ্ছে। আর তারা এতে বর্তমানে এত খুশি যে অনুভূতি প্রকাশ করার মত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০-২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ইরানে নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশীপ এবং মার্চে ভারতে নারী বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে। নারী এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ নারী কাবাডি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্ট দুটিতে ভালো ফলাফলের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি ২০২৫ হতে ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারী কাবাডি দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু হবে। সেখানে তাদের যোগ দিতে বলা হয়েছে।
কাবাডি ফেডারেশনের এ্যাড হক (আহ্বায়ক) কমিটি দেশের কাবাডির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বগুড়া কাবাডি অ্যাকাডেমির সভাপতি জাহিদ হাসান জানান, বগুড়ায় কাবাডি একাডেমি চালু হওয়ার পর থেকে বগুড়ায় কাবাডিতে ছেলেরা ও মেয়েরা অনেক এগিয়ে গেছে। বগুড়ার এ দুই নারী খেলোয়াড়ের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ জেলা তথা দেশের জন্য গর্বের বিষয়। আমরা তাদের সফলতা কামনা করি।
ময়মনসিংহের গৌরীপুরে কয়লাবোঝাই গাড়িতে চাঁদবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে যৌথবাহিনীর একটি দল নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় অভিযান তাদের আটক করে গৌরীপুর থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার সিধলা ইউনিয়নের বেলতলী মৃত মফিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪৪), মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (৪৫) ও মৃত হাফিজ উদ্দিনের ছেলে ফজলুর রহমান (৪০)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের তাহিরপুরের শ্রীপুর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের মোঃ আব্দুল কদ্দুসের ছেলে আবুল কাশেম (৩২) পেশায় একজন কয়লা ব্যবসায়ী। গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার রাতে নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বেলতলী এলাকায় আবুল কাশেমের কয়লাবোঝাই ট্রাক আটক করে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে। এই ঘটনায় কয়লা ব্যাবসায়ী আবুল কাশেম বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন।
রাজধানীর মিরপুর সিটি ক্লাবে শুরু হয়েছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫। প্রথম দিনের খেলায় পল্লবী থানার বিপক্ষে খেলছে দক্ষিণখান থানা।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এ খেলা শুরু হয়। খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুক হক।
ফুটবল টুর্নামেন্টের দর্শক সারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়াও আরও উপস্থিত আছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান আহ্বায়ক আক্তার হোসেন ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোমবার (৬ জানুয়ারি) থেকে বিজিবি-বিএসএফের মধ্যে উত্তেজনা চলছিল। কয়েক দফায় পতাকা বৈঠকের পর বুধবার ৮ (জানুয়ারি) অনেকটা মুখোমুখি অবস্থান নেয় বিজিবি-বিএসএফ। উত্তেজনা বাড়ে সীমান্তে।
এদিকে দেশের মাটি রক্ষায় বিজিবির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও। বেলা ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র সঙ্গে স্থানীয়দের একজনকে কাস্তে হাতে বসে থাকতে দেখা যায় । তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে। বিএসএফের রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতুমীরের মতোই।
মুহূর্তেই ওই ব্যক্তির দেশ প্রেমের চিত্র গণমাধ্যমে প্রচারিত হলে তা ভাইরাল হয়ে যায়। উপদেষ্টা আফিস মাহমুদসহ দেশ ও বিদেশের অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে।
তবে কে এই অকুতোভয় দেশপ্রেমিক ?
এই ঘটনার পর ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করে বার্তা২৪.কম। কাস্তে হাতে বসে থাকা ওই ব্যক্তির নাম মো. বাবলু হক(৩৫)। পেশায় একজন কৃষক। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি।
বার্তা২৪.কমের সঙ্গে আলাপকালে তিনি জানান, সীমান্ত থেকে তার বাড়ি প্রায় ৩০০ গজ দূরে। কয়েকদিন থেকেই বিজিবি বিএসএফ এর সঙ্গে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা চলছিল। এসব চোখের সামনে দেখায় আর থাকতে পারেন নি তিনি।
মো. বাবলু হক বলেন, বুধবার সকালে বিএসএফ ক্যাম (ক্যাম্প) বসায় প্রস্তুত নিলে, তখন আমরাও মইচ্চা (পরিখা) খুইরা অবস্থান নিলাম। হামা ১০-১৫ জন সাধারণ লোক গিয়ে খাল খুড়লাম। পেছনে কয়েকটা গ্রামের হাজারখানেক লোক ছিল। সকালে মইচ্চা (পরিখা) খুইড়া সারাদিন ওইহানে(ওখানে) বইসা ছিলাম। সকালে কাস্তে নিয়াই মাঠে কাজে গেছিলাম। তাই ওইডা নিয়াই ওখানে বইসা আছিলাম। কেড়ায় ছবি তুলতে কইতে পারি না।
তিনি আরও জানান, সকালের দিকে বিজিবির দাঁড়াইলে আশেপাশের গ্রামগুলোতে খবর দেয়া হয়। মুহূর্তেই জড়ো হন হাজারো মানুষ। মাঠে উপস্থিত কৃষকেরা লেগে পড়েন সেমি বাংকার খননে। এরপর দফায় দফায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হওয়ার পর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়।
পেশায় কৃষক মো. বাবলু হক (৩৫) দাম্পত্য জীবনে ৪ সন্তানের জনক। ১ মেয়ে, ৩ ছেলে ও স্ত্রীকে নিয়ে তার বসবাস।
উল্লেখ্য, গত সোমবার সীমান্তের ভারতীয় অংশে নোম্যানস ল্যান্ডের ১০০ গজ অভ্যন্তরে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে আলোচনা ছাড়াই মাটি খনন ও কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এ নিয়ে প্রতিবাদ জানায় এবং বাধা দেয় বিজিবি। সীমান্তে দেখা দেয় উত্তেজনা। একপর্যায়ে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে উভয় বাহিনী এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএসএফের অবৈধ কর্মকাণ্ডকে প্রতিহত করতে বিজিবির সঙ্গে অবস্থান নেয় স্থানীয়রা। একইভাবে ভারতীয় নাগরিকদেরও বিএসএফের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
বুধবার দুপুরে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয় দফা পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বার্তা২৪ ডট কম’কে বলেন, এটা একটি দুঃসাহসিক কাজ। কিন্তু কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা বিশেষ করে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ছাড়া এভাবে ফ্রন্টলাইনে অথবা শূন্য লাইনের কাছাকাছি এগিয়ে আসা বিপজ্জনক। দেশের জনগণ ও আমরা উভয়েই দেশকে ভালোবাসি। কিন্তু বিজিবি ফেইল না করা পর্যন্ত সাধারণ মানুষের এরকম ফ্রন্টলাইনে এগিয়ে আসা উচিত নয়। এই দৃশ্য দেখে অন্য কেউ যেন এমন ঝুঁকি নেয়ার জন্য অনুপ্রাণিত না হয়, দেশের জনগণের প্রতি আমার এই আহ্বান থাকবে। দেশের সীমান্ত রক্ষায় বিজিবি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণ আমাদের পাশে থেকে সাপোর্ট দিয়েছে। এজন্য বিজিবি তাদের প্রতি কৃতজ্ঞ। স্থানীয় লোকদের আমরা ধন্যবাদ জানাই।