ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেল ক্যাটারিং প্রবেশ করল ভারতে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেল ক্যাটারিং প্রবেশ করল ভারতে

ঘুমন্ত অবস্থায় বাংলাদেশি রেল ক্যাটারিং প্রবেশ করল ভারতে

দায়িত্ব পালনের সীমানা পেরিয়ে ঘুমন্ত অবস্থায় ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ রেলওয়ের দুই ক্যাটারিং।

মঙ্গলবার (০৭ জুন) ভোরে বহুল কাঙ্ক্ষিত আন্তঃদেশীয় মিতালি এক্সপ্রেস ট্রেনে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

রেলওয়ে সুত্রে জানা যায়, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিংয়ের (খাবার পরিবেশক) দায়িত্বে ছিলেন মোহাম্মদ সাহারুল ইসলাম (৪০) ও রেজওয়ান (১৯) নামের দুই ব্যক্তি। তাদের সীমানা চিলাহাটি রেল স্টেশন পর্যন্ত থাকলেও ঘুমে অচেতন থাকায় চিলাহাটির ৩০ মিনিট যাত্রা বিরতিতে নামতে পারেনি তারা। বাংলাদেশ সীমানা ছেড়ে সীমান্ত রেল করিডোর গেট অতিক্রম করার পর  সেখানে তল্লাশি করছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সেই তল্লাশির সময় ট্রেনের একটি কামড়ায় ঘুমন্ত অবস্থায় দেখে তাদের হেফাজতে নেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পরে বর্ডার গার্ড বাংলাদেশের চিলাহাটি বিজিবির ৫৬ ব্যাটালিয়ানের সদস্যরা খবর পেয়ে বিএসএফেরপতাকা বৈঠক করে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় অবশেষে ভারতীয় ১৮০ ব্যাটালিয়ান বিএসএফ ছেড়ে দেয় তাদের।

বিজ্ঞাপন

বাংলাদেশের ইঞ্জিন ও চালক হলদিবাড়ি গিয়ে মিতালির রেখে পুনরায় ফিরে  আসার সময় সেই ইঞ্জিনে করেই দুইজন ক্যাটারিং বাংলাদেশ ফিরে পার্বতীপুর রেল স্টেশনে এসেছ নিশ্চিত করেছেন চিলাহাটি স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন।

তিনি জানান, গতকাল ৬ জুন সোমবার রাত ৯টা ৫০ মিনিটে মিতালি এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর ৬টার দিকে ট্রেনটি ভারত প্রবেশ করার সময় এমনটি ঘটে। ভারতীয় বিএসএফের পক্ষে এ ধরনের ভুল যেন আর না হয় সেটি কঠোরভাবে নজরদারী করতে বলা হয়।

প্রসঙ্গত,  মিতালি এক্সপ্রেসে ভারতীয় রেলের ৯ জন ষ্টাফ  দায়িত্ব পালনে নিয়মিত আসা যাওয়া করছে। এটিও বাংলাদেশ কর্তৃপক্ষের নজরদারি করতে হবে বলে মনে করছেন সচেতন মহল।