বগুড়ায় ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বাসের ধাক্কায় একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) বেলা পৌনে ১২টায় বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদীঘি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানাগেছে, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-১৩০১) একটি বাস বয়ড়াদীঘি নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী ট্রাকের পিছনে (যশোর-ট - ১১-৫৭৮৮) ধাক্কা দেয়। এতে বাসের বাম পার্শ্বের বেশ কিছু অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের বডিতে ঢুকে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত (৪৫) এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। আহত ১০ জনের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর আহতদের মধ্যে ২ জন সেনা সদস্য, ১ জন বিজিবি সদস্যসহ ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

বাসের যাত্রীরা জানান, বাসটি বগুড়ার শাকপালা বাসস্ট্যান্ডে যাত্রা বিরতির পর বেপরোয়া গতিতে চালিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে যান।

বিজ্ঞাপন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (ছিলিমপুর) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামিম হোসেন বলেন, নিহত একজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।