চীনের পররাষ্ট্রমন্ত্রীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (৬ আগস্ট) বিকেলে চীনের পররাষ্ট্রমন্ত্রী ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এসে পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম তাকে স্বাগত জানান।
তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার সাথে ছিলেন। এরপর জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ৬ আগস্ট (শনিবার) ঢাকায় এসেছেন। তার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে হতে পারে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর।
চীনের পররাষ্ট্রমন্ত্রী রোববার ( ৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন।
দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য একই দিনে মন্ত্রী ওয়াং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ শনিবার সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করবেন বলে জানা গেছে।