টাঙ্গাইলে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

রোববার(১৮ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- টাঙ্গাইল পৌর শহরের বড় কালিবাড়ী এলাকার শ্রী সতেন্দ্র কুমার মোদক (৬৫) ও তার স্ত্রী সুনীতি (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় ওই দম্পতি পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির অজ্ঞাত একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে এলেঙ্গা ফাঁড়ির পুলিশ লাশ দুটি উদ্ধার করে। পুলিশ দ্রুত গতির ওই বাসটি আটক করতে পারেনি।

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, রোববার বেলা ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ দুইটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।