২ ঘণ্টা আগেই ভোট শেষ!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

২ ঘণ্টায় ভোট শেষ!

২ ঘণ্টায় ভোট শেষ!

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জেলা পরিষদ নির্বাচনের নির্দিষ্ট সময়ের ২ ঘণ্টা আগেই শতভাগ ভোট সম্পন্ন হয়েছে। বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা পরিষদ ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ফজলুল হক।

তিনি জানান, জেলা পরিষদ নির্বাচনে বালিয়াকান্দিতে মোট ভোটারের সংখ্যা ছিলো ৭ ইউনিয়নের ৯১ জন ও উপজেলা পরিষদের ৩ জনসহ মোট ৯৪ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যথা সময়ে ভোটগ্রহণ শুরু হয়ে। ভোট শুরু হওয়ার ২ ঘণ্টার মধ্যেই শতভাগ ভোট প্রদান সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

প্রত্যেক ভোটার তাদের ভোটাধিকার ইভিএম পদ্ধতিতে প্রয়োগ করেন। সবাই ইভিএমে প্রথম তাদের ভোট প্রদান করলেন। প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রয়োগ করলেও কোন যান্ত্রিক ত্রুটি বা কোন সমস্যা ছাড়ায় ভোট গ্রহণ হয়েছে। এই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

বালিয়াকান্দির ভোটকেন্দ্রে ৪নং ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এখানে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩ জন এবং চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সুষ্ঠ ভোটগ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ১জন করে ইন্সপেক্টর, ১ জন এসআই, ১ জন এএসআই ও ৪জন কনস্টেবল এবং ৪ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে কাজ করছেন।

সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি ভোটকেন্দ্র ভোট প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। তিনি বলেন, ইভিএম মেশিনে ভোট হচ্ছে। এই পদ্ধতিতে আমার ভোট দিতে কোন সমস্যা হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন, জেলা রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার সবাই কাজ করে যাচ্ছেন।

সকাল সাড়ে ১০টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুম ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। তিনি বলেন, আমি সকাল থেকে দুইটি কেন্দ্র পরিদর্শন করেছি। কোন ভোটকেন্দ্র থেকে কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাইনি। জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে হবে। এর কোন ব্যতয় ঘটলে কঠোরভাবে প্রতিহত করা হবে। এখানে অল্প সংখ্যক ভোটার হলেও বিপুল সংখ্যক উৎসুক জনতা রয়েছেন। জেলা পুলিশের সদস্যরা সকল বিষয় বিবেচনা করে কাজ করছেন।