জনসংযোগ-উন্নয়ন যোগাযোগে ভারতের মর্যাদাপূর্ণ চাণক্য পুরস্কার পেলেন টনি মাইকেল



নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টনি মাইকেল গোমেজ, অক্সফাম বাংলাদেশের অ্যাডভোকেসি এবং যোগাযোগ উপদেষ্টা একজন বাংলাদেশি হিসেবে জনসংযোগ এবং উন্নয়ন  যোগাযোগে তার অসামান্য অবদানের জন্য দ্বিতীয়বারের মতো ভারতের মর্যাদাপূর্ণ 'চাণক্য পুরস্কার ২০২২'এ ভূষিত হয়েছেন।

তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যেমন ওয়ার্ল্ড ভিশন, প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি/ইউএনএইডস, এফএইচআই, জেএইচইউ-সিসিপি/বিসিসিপি এর  নেতৃস্থানীয় পদে দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। প্রোগ্রাম কমিউনিকেশন এবং ব্যবস্থাপনায়  তার জ্ঞান, দক্ষতা, এবং অভিজ্ঞতার অসাধারণ সমন্বয় তাকে ডেভেলপমেন্ট সেক্টরে ব্যতিক্রমী করে তুলেছে। শিল্প ও সংস্কৃতিতে তার দক্ষতা অসাধারণ। তিনি ডেভেলপমেন্ট সেক্টরের তথ্যচিত্র, টিভি বিজ্ঞাপন এবং টেলিফিল্মের একজন পরিচালক এবং সিনেমাটোগ্রাফার, অভিনেতা, গীতিকার এবং সঙ্গীতশিল্পী।

তিনি এ পর্যন্ত উন্নয়ন-সংস্থার জন্য ২০০টিরও বেশি তথ্যচিত্রে কাজ করেছেন।মিঃ মাইকেল বাংলাদেশের মিডিয়া কমিউনিকেশনে প্রথম স্নাতকোত্তরদের একজন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি, স্কুল অফ প্রফেশনাল স্টাডিজ থেকে ফিলানথ্রপি এবং গ্লোবাল ফান্ডরেইজিং-এ ডিপ্লোমা করেছেন।

১১ থেকে ১২ নভেম্বরে কলকাতার ম্যারিয়টের ফেয়ারফিল্ডে ভারতের পাবলিক রিলেশনস কাউন্সিল (পিআরসিআই) আয়োজিত ১৬তম গ্লোবাল কমিউনিকেশন কনক্লেভে এই পুরস্কারটি ঘোষণা করা হয়, এ বছর যার মূল বিষয়  ছিল 'সুনামের রক্ষক: নতুন আখ্যান নির্মাণ।'

   

‘বিদেশ থেকে নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Font increase
  • Font Decrease

আগামী নির্বাচন বাধাগ্রস্ত করতে বিদেশ থেকে যদি কোনো প্রচেষ্টা নেওয়া হয় দেশের জনগণ তা মেনে নেবে না বলে উল্লেখ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে তার সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দফতরে বাংলাদেশ স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন।

শেখ হাসিনা বলেন, দেশবাসী ভোট দিলে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। কিন্তু বিদেশ থেকে নির্বাচন বানচালের কোনো পদক্ষেপ জনগণ মেনে নেবে না।

প্রধানমন্ত্রী বলেন, তার দল সংবিধানের ৭ অনুচ্ছেদে বর্ণিত জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। তিনি বলেন, যদি কোন কারণে নির্বাচন বানচালের কোনো পদক্ষেপের ক্ষেত্রে যারা উদ্যোগ নেবে বাংলাদেশের জনগণ তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।

নতুন ভিসা নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি আশা করেন, বিরোধী দলসহ নির্বাচন বানচালের প্রচেষ্টাকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হবে। শেখ হাসিনা বলেন, আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা ভালো হবে কারণ, বিএনপি জোট ২০১৩-১৪ সালের মতো নির্বাচন বানচালের লক্ষ্যে কোনো অগ্নিসংযোগ করতে পারবে না।

সরকারপ্রধান আশা প্রকাশ করেন, যে দেশ ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা উভয় পক্ষ থেকে বা নিরপেক্ষভাবে বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, শুধু আওয়ামী লীগকে টার্গেট করলে আমার কিছু বলার নেই। কিন্তু আওয়ামী লীগ কারো শক্তির ওপর নির্ভর করে ক্ষমতায় আসেনি। আমি জনগণের শক্তি এবং তাদের ভোটে ক্ষমতায় এসেছি।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তারা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, কে নিষেধাজ্ঞা দেবে বা দেবে না তা নিয়ে ভয়ের কিছু নেই। শেখ হাসিনা বলেন, যারা নিষেধাজ্ঞা দিচ্ছেন তাদের দেশের নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বারবার তাকে হত্যার চেষ্টা করেছেন। তা সত্বেও সরকার প্রধান হিসেবে তার ওপর অর্পিত ক্ষমতা ব্যবহার করে তিনি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে কারাদণ্ড স্থগিত করে বাড়িতে থাকার এবং হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, তার সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এর আওতা থেকে বের করে এনে নির্বাচন কমিশন গঠনের জন্য প্রথম আইন প্রণয়ণের পাশাপাশি তাদের সম্পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছে।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা স্বচ্ছ ব্যালট বাক্স এবং ছবিসহ ভোটার তালিকা প্রবর্তনের প্রস্তাব করেছেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, খালেদা জিয়া নির্বাচনে কারচুপির জন্য ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার যুক্ত করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, তার সরকার অবাধ ও সুষ্ঠুভাবে উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনসহ অসংখ্য নির্বাচন করেছে যেখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

তিনি স্মরণ করিয়ে দেন, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে কেউ ক্ষমতায় আসতে চাইলে তাদেরকে সংকটের মুখোমুখি হতে হবে। যারা বিশৃঙ্খলা বা দেশের সংবিধান লঙ্ঘনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করতে চায় তাদের ব্যাপারে তিনি দেশবাসীকে সতর্ক করেন।

তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ নেই। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, ব্যাপক দুর্নীতি থাকলে বাংলাদেশ বিশাল উন্নয়নের রোল মডেল হতে পারতো না। শেখ হাসিনা বলেন, সরকার শুধু মেগা প্রকল্পই তৈরি করেনি, উন্নয়নকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়েছে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো অপপ্রচারে কান দেবেন না। তিনি বলেন, কিছু লোক আছে যারা দেশের কল্যাণ চায় না। প্রবাসীরা সচেতন থাকলে এই স্বার্থান্বেষী মহল সফল হতে পারবে না।

;

ব্রহ্মপুত্রে নিখোঁজের ১৭ ঘণ্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের গফরগাঁওয়ে সন্তানের জীবন বাঁচিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি আঞ্জুম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গফরগাঁওয়ের আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ গৃহবধূ রিমি আঞ্জুমের লাশ উদ্ধারের জন্য ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবুরি দলের উদ্ধার অভিযানের এক পর্যায়ে রিমি আঞ্জুমের মরদেহ বরশিতে আটকা অবস্থায় আলতাফ হোসেন গোলন্দাজ সেতুর পিলারের কাছে ভেসে উঠে। শুক্রবার ঘটনার পর স্থানীয় ও গফরগাঁও ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টা উদ্ধার অভিযান করে আলো স্বল্পতা ও অক্সিজেনের অভাবে অভিযান স্থগিত করে। শনিবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ৬ সদস্যের একটি দল দীর্ঘ ৪ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে মরদেহ উদ্ধার করে গফরগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান গফরগাঁও থানার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ।

উল্লেখ্য, গফরগাঁওয়ের রাওনা ইউনিয়নের কৃষ্ণবাজার এলাকার আত্মীয় বাড়িতে বেড়াতে এসে নৌকা ভ্রমণ করতে নিহত রিমি আঞ্জুম, তার মেয়ে রোজা (১০), ছেলে সাদ(৩), শাশুড়ি ফাহিমা (৫০), ভাগনি তিথি (২০) ও আলামিন (২০) ব্রহ্মপুত্র নদে কাঁশবন দেখতে যান। ভ্রমণ শেষে ফিরে আসার সময় রিমি আঞ্জুমের কোলে থাকা শিশু সাদকে নিয়ে ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে যায়। এসময় রিমি আঞ্জুম শিশু সন্তানকে পানির উপরে তুলে ধরলে সঙ্গে থাকা আত্মীয় আলামিন ও নৌকার মাঝি সাদকে নৌকায় তুললেও তিনি পানিতে তলিয়ে যান।

;

‘প্রধানমন্ত্রীর মহানুভবতায় ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া’



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়ে আমার কাছে কোনো আবেদন আসেনি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। এরপর আমাদের কাছে মতামত চাওয়া হবে। তিনি বলেন, খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও এখন যে মুক্ত হয়ে এভারকেয়ার হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদান্যতায় ও মহানুভবতায়।

বিএনপির হরতাল কর্মসূচির হুঁশিয়ারি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

বগুড়ায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বগুড়া জেলায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত ২৪ ঘণ্টায় বগুড়া জেলায় নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ২২ জন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৪৮ জন। এরমধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ৬ জন উপজেলা হাসপাতাল গুলোতে ২১ জন। চলতি বছরের ১ জানুয়ারি ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়া জেলায় এক হাজার ৭৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে মারা গেছেন ছয় জন।

বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার বাসিন্দা তোফাজ্জল হোসেন জানান, আগস্ট মাসে তার সাত বছর এবং এক বছর বয়সী দুই সন্তান ডেঙ্গু আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ১২ দিনের চিকিৎসায় সুস্থ হয়েছে।

তিনি বলেন,  হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কোন অবহেলা করা হয়নি। ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন রোগীদের বিশেষ গুরুত্ব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল বলেন, ডেঙ্গু রোগীদের প্রয়োজন স্যালাইন আর সার্বক্ষণিক পর্যবেক্ষণ। তিনি বলেন, হাসপাতালে চিকিসাধীন রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। মোহাম্মদ আলী হাসপাতালে কোন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা যায়নি।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ বলেন, এই হাসপাতালে ৫০ জন ডেঙ্গু রোগী ভর্তি করার মত ব্যবস্থা রয়েছে। তবে এখন পর্যন্ত একসঙ্গে এত রোগী আসেনি। তারপরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে ভর্তির ব্যবস্থা করা হবে। ডেঙ্গু আক্রান্ত কোন রোগীকে চিকিৎসা না নিয়ে ফিরে যেতে হবে না।

তিনি বলেন, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত স্যালাইন মজুদ রয়েছে। চিকিৎসা সামগ্রীর ঘাটতি নেই।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে চলতি মাসে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এরমধ্যে পৌরসভার পক্ষ থেকে মশক নিধন, লিফলেট বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষে জেলা শহর ছাড়াও উপজেলা পর্যায়ে পরিষ্কার পরিছন্নতা কর্মসূচি পালন করেছে।

;