পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫ বগি চট্টগ্রাম বন্দরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহারের জন্য চট্টগ্রাম বন্দরে আসা ১৫টি ব্রডগেজ রেল-কোচ খালাস করা হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) চীন থেকে কোচ বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। রোববার দুপুরে কোচগুলোর খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চিফ ইন্সপেক্টর মো. এয়াসিন উল্ল্যাহ অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে জানান, চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া এসব রেল-কোচ রাখা হয়েছে চট্টগ্রাম হালিশহরের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)। সেখান থেকে ডামি ট্রলিতে যুক্ত হয়ে সেগুলো নিয়ে যাওয়া হবে ঢাকার টঙ্গীতে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “সিজিপিওয়াই ইয়ার্ডে পদ্মা সেতুর ওপর চলাচলের জন্য আনা কোচগুলো রাখা হয়েছে। আরএনবির সদস্যরা পালাক্রমে সেগুলো পাহারা দিয়ে যাচ্ছে।”

রেলওয়ে সূত্র জানিয়েছে, পদ্মা সেতু সংযোগ প্রকল্পের জন্য চীন থেকে ১০০টি ব্রডগেজ রেল-কোচ আনা হবে। কোচগুলো তৈরি করেছে চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। প্রথম চালানে ১৫টি আনা হয়েছে। পর্যায়ক্রমে বাকি কোচগুলো আনা হবে।