যমুনায় গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ
সিরাজগঞ্জের যমুনা নদীতে গোসল করতে নেমে শিশির খান (২০) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩নং চায়না বাঁধ এলাকায় ঘটনা ঘটে।
নিখোঁজ শিশির খান শহরের পৌর এলাকার দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে এবং রজব আলী মেমোরিয়া বিজ্ঞান কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রচণ্ড তাপদাহ চলতে থাকায় ৪ বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর শিশির খান বাঁচাও বলে চিৎকার করলে তাকে উদ্ধারে এগিয়ে আসে তার সহপাঠীরা। কিন্তু মুহূর্তের মধ্যে শিশির খান পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে। একই সঙ্গে রাজশাহী ডুবুরি দলকে অবগত করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, ৪ বন্ধু একসঙ্গে গোসল করতে নামে। গোসল করার সময় শিশির খান পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রুহল আমিন বলেন, কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ডুবুরি দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে উদ্বার অভিযান চলবে বলে জানান তিনি।