টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল শতাধিক ঘর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে আগুনে শতাধিক বসতঘর পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিকে ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জালাল আহমদ বলেন, রাত ৯টার পরপরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাঁশ ও প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের শতাধিক ঘর পুড়ে গেছে।

টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে একটি এনজিওর নারী কেন্দ্রে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনা হয় সাড়ে ৯টায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।

বিজ্ঞাপন

এক সপ্তাহ আগে রাতে লেদার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে অর্ধশত ঘর পুড়ে যায়। এরও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ দুই হাজার ৮০৫টি স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছিল।