ময়মনসিংহে পুকুরে ডু্বে দুই বোনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের আছিয়া ও রাবেয়া (৩)  নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) বিকাল ৫ টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের বানিহালা গ্রামে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা তারাকান্দা গ্রামের আব্দুর রউফে মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালের দিকে ওই দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। খেলাধুলা করার একপর্যায়ে বাড়ির সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে, দুই শিশুকে আশপাশে না দেখে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। কোথাও না পেয়ে পুকুরের পানিতে খুঁজতে শুরু করেন। পরে পুকুর থেকে মৃত অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে তার স্বজনরা।

বিজ্ঞাপন

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্সকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, স্থানীয়দের কাছে পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।