৮ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ, আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে চোরাই পথে আসা ৮ লাখ টাকার অবৈধ ঔষধ সামগ্রীর চালান জব্দ করে দুই চোরাকারবারিকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলা সদরের চাঙ্গগীল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ঔষধ জব্দ করে। এসময় দুজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চন্দ গ্রামের বাসিন্দা জমরোদ মিয়ার ছেলে ফয়জুল করিম মিন্টু (৪২) এবং জৈন্তাপুর আসামপাড়া আদর্শ গ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল আহমদ (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সম্রাট তালুকদার।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুরের চাঙ্গিল ব্রিজের পশ্চিম পাড়ে দুইজন লোক সাদা প্লাস্টিকের ব্যাগ নিয়ে বাস স্ট্যান্ডের দিকে আসছিল। পথে জৈন্তাপুর মডেল থানার মোবাইল টিম তাদেরকে আটক করে এবং তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা ভর্তি ছয়টি কার্টুন চ্যাক করে। এসময় কার্টুন থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ উদ্ধার করে এবং দু'জনকে আটক করা হয়। 

এব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মোঃ সম্রাট তালুকদার বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায, তারা ওই ঔষধ ঢাকা নিয়ে যাওয়ার জন্য ভারত হতে চোরাই পথে নিয়ে এসেছে।আটককৃতদের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানা পুলিশ কর্তৃক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।