বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ডা. আধানম গেব্রিয়েসুসের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সদর দপ্তরে দুজনের মধ্যে সাক্ষাৎ ও বৈঠক হয়।
স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের দ্বিপাক্ষিক বৈঠক কক্ষে তাদের এই সাক্ষাৎ হয়। এ সময় বঙ্গবন্ধুর নাতনি, ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরো ডেভলপমেন্টাল ডিসঅর্ডার জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা নিউইয়র্কে পৌঁছান। তাদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আবদুল মুহিত এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সাধারণ পরিষদের ৭৮তম আসরের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের সদর দফতরে। এবারের সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি, জলবায়ু সংকট, অর্থায়নসহ বৈশ্বিক সংকটগুলো শীর্ষ নেতাদের আলোচনায় প্রাধান্য পেতে পারে। অন্যান্য সরকারপ্রধানদের পাশাপাশি নিউইয়র্কে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ উপলক্ষে পুরো ম্যানহাটান বিশেষ করে জাতিসংঘ সদর দফতরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে এসে আনুষ্ঠানিক কর্মর্সূচির প্রথম দিনটি শুরু করেছেন বৈরী আবহাওয়ার মধ্যে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) তিনি বেশ কয়েকটি সভা ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। সকাল থেকে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের বিতর্ক। এতেও যোগ দেবেন সরকারপ্রধান।