আগুনে পুড়েছে ৩ গোডাউন, ১০ লাখ টাকার ক্ষতি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, লক্ষ্মীপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৩ গোডাউন। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ৩ গোডাউন। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে সোফা ও ফোমের ৩টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ওয়াপদা বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে ওই এলাকার মেসার্স প্রাইম বেডিংয়ের গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পাশের দুটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে গোডাউনগুলোর মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবদুর রহমান বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। মালামাল পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা পেলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।’

বিজ্ঞাপন

রামগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবদুল মোতালেব জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনটি গোডাউনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণ করা হবে।