কক্সবাজারে চলছে র‌্যাবের রোবাস্ট পেট্রোলিং

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারে আয়োজন করতে যাওয়া পর্যটন মেলাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে র‌্যাব -১৫ এর রোবাস্ট পেট্রোলিং চলমান রয়েছে ।

প্রায় ৩ মাস পর্যন্ত আসন্ন জাতীয় নির্বাচনসহ কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব মহাপরিচালকের নির্দেশনায় এ রোবাস্ট পেট্রোলিং চলমান রয়েছে বলে জানায় র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপারমোঃ আবু সালাম চৌধুরী।

বিজ্ঞাপন

 মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সুগন্ধা পয়েন্টে অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরীর নেতৃত্বে রোবাস্ট পেট্রোলিং এর তৎপরতা লক্ষ্য করা যায়।

সেই সময় অতিরিক্ত পুলিশ সুপার পর্যটকসহ সাধারণ মানুষের সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন। পর্যটকরা যাতে নিরাপত্তার সাথে কক্সবাজারে অবস্থান করতে পারে সেই ব্যাপারে তিনি পর্যটকদের আশ্বস্ত করেন। আসন্ন নির্বাচন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, পর্যটন মেলাসহ সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক রাখতে র‌্যাব-১৫ সজাগ ও সতর্ক রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সূত্র জানায়, র‌্যাব -১৫ কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক অবদান রাখছেন। মাদক উদ্ধার, শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, হত্যা মামলার তড়িৎ আসামি গ্রেফতাসহ সামগ্রিক পরিস্থিতিতে র‌্যাব-১৫ এর অবদান অপরিসীম। সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে র‌্যাব-১৫ কার্যক্রম পরিচালনা করছেন।

সুগন্ধা পয়েন্টে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী। সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন সমাগত হচ্ছে, যাতে সুন্দর সুশৃঙ্খল পরিবেশ বজায় থাকে সেটাই আমাদের লক্ষ্য।

তিনি আরো বলেন, পর্যটন শহরে ছিনতাই ও অপরাধসহ পর্যটকরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রয়েছে। পর্যটকরা যেন নিরাপদ বোধ করে, সেই লক্ষ্যে র‌্যাব মহা পরিচালকের নির্দেশক্রমে রোবাস্ট পেট্রোলিং চালু রয়েছে এবং এটা চলমান থাকবে।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, বিশ্ব পর্যটক দিবস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে একটা মেসেজ বিশ্ব দরবারে চলে যাবে, সেক্ষেত্রে আমরা যেন এটা সুন্দর ও নিরাপত্তার সাথে শেষ করতে পারি। বিশ্ব পর্যটন দিবস-২০২৩ উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর থেকে পর্যটন মেলা শুরু হবে, শেষ হবে ৩ অক্টোবর। পর্যটন মেলা ও বীচ কার্নিভাল উপলক্ষে বিপুল মানুষের সমাগম হবে কক্সবাজারে। সুষ্ঠু ও সুন্দর ও সুশৃঙ্খলা পরিবেশ যেন বজায় থাকে সেলক্ষ্যেও রোবাস্ট পেট্রোলিং কাজ করছে।

র‌্যাবের এমন উদ্যোগ দেখে মুগ্ধ ঢাকা নারায়ণগঞ্জ থেকে কক্সবাজার বেড়াতে আসা শাহিন উর রহমান বলেন, কক্সবাজারে গত বছরও বেড়াতে আসছি কিন্তু এবার থেকে মুগ্ধ। কক্সবাজারের রাস্তাঘাট থেকে শুরু করে নিরাপত্তার আমাকে বেশ মুগ্ধ করেছে।

সিলেট থেকে আসা মুমিনুল হক জানান কক্সবাজারে দেশের বাইরে থেকেও পর্যটক আসে, তাই দীর্ঘতম সমুদ্র সৈকতে এমন নিরাপত্তা আমাদের খুশি করেছে।