‘পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে’

  • স্টাফ করেসপনডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে: শিক্ষা উপমন্ত্রী

পশ্চিমারা আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে: শিক্ষা উপমন্ত্রী

পশ্চিমা বিশ্ব আমাদের শোষণ করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। 

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্ব দীর্ঘদিন ধরে আমাদেরকে শোষণ করে অর্থসম্পদ সবকিছু লুটপাট করে নিয়ে গিয়ে তারা তাদের জন্য একটা জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে। সেই জ্ঞান এখনো আমাদের বিতরণ করে বেড়ায়।’

বিজ্ঞাপন

শনিবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রামের চন্দনাইশে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উপমন্ত্রী বর্তমান সময়ে পুঁজির অভাবে উদ্যোক্তা হওয়া কঠিন উল্লেখ বলেন , ‘উদ্যোক্তা হওয়া যে কী কষ্ট, পুঁজি সংগ্রহ করা কী কঠিন! আমি এই জেনারেশনের অংশ হিসেবে জানি ব্যাংক আমাদের ৫ লাখ টাকাও লোন দেয় না। এটাই হচ্ছে বাস্তবতা। এখন আমি যদি সারাদিন বলি আপনাকে উদ্যোক্ত হন। আপনাকে  কে টাকা দিবে? যার রেঞ্জ রোভার গাড়ি আছে, তাকে মার্সিডিজ কেনার জন্য ব্যাংক টাকা দিবে। কিন্তু ব্যাংক আমাদের কোনো টাকা পয়সা দিবে না।’

বিজ্ঞাপন

এসময় ইউরোপ আমেরিকার ইংরেজি ভাষাভাষী দেশগুলো দীর্ঘদিন ধরে বাংলাদেশের মত দেশগুলো লুট করে জ্ঞান নির্ভর অর্থনীতি বানিয়েছে বলে অভিযোগ করে উপমন্ত্রী বলেন, ‘এসব দেশ জ্ঞান বিতরণ করলেও নিজেদের অপকর্মের কথা কখনোই বলে না।’

এসময় সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ও  সাবেক উপাচার্য ড. এ. কে. আজাদ চৌধুরী। 

তিনি বলেন, ‘স্ট্যানফোর্ডে স্টিভ জবস স্নাতকদের উদ্দেশ্যে বলেছিলেন, অন্যকে নকল করতে গিয়ে সংক্ষিপ্ত এই জীবন নষ্ট করো না। তোমার মনে যা আসে তাই করবে। তোমার বিবেক যা বলবে তাই করবে। তোমার মস্তিষ্ক যা চিন্তা করে তাই করবে। আজকের স্নাতকদের প্রতিও আমার একই আহ্বান।’

এবারের সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৪ হাজার ৬৬৩ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এছাড়াও ভালো ফলাফলের জন্য বিভিন্ন বিভাগের ৫ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ৪ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল ও ৬ জনকে চেয়ারম্যান গোল্ড মেডেল প্রদান করা হয়। 

সমাবর্তনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড. এ.এফ.এম. আওরঙ্গজেব। 

সমাবর্তনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমেদ, ট্রাস্টি বোর্ডের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমেদ আসিফ প্রমুখ।