বরগুনা থেকে পুলিশ পাহারায় ছাড়ছে দূরপাল্লার বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

বরগুনা পৌর বাস টার্মিনালের চিত্র। ছবি : সংগৃহীত

বরগুনা পৌর বাস টার্মিনালের চিত্র। ছবি : সংগৃহীত

বিএনপি-জামাতের দ্বিতীয় দফার তিন দিনের অবরোধের প্রথম দিনে বরগুনায় সকাল থেকে সকল দূরপাল্লর বাস চলাচল বন্ধ ছিল। তবে সন্ধ্যার পর থেকে যাত্রীদের চাহিদা অনুযায়ী কিছু সংখ্যক বাস চালাচল স্বাভাবিক করে বাস মালিক কতৃপক্ষ। আর নিরাপত্তার কথা মাথায় রেখে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাসগুলোর সঙ্গে রয়েছে পুলিশ পাহারা।

রবিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে বরগুনা পৌর বাস টার্মিনালে এমনই চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

এ সময় ইমরান ট্রাভেলস নামের ঢাকার সায়দাবাদগামী একটি যাত্রীবাহী বাস ২০ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করলে তার সঙ্গে পুলিশের একটি গাড়িকে পাহারা দিয়ে নিয়ে যেতে দেখা যায়।

এ বিষয় বরগুনা পৌর বাস টার্মিনালের মো. তৌহিদ নামের এক কাউন্টার ম্যানেজার বলেন, ‘যাত্রীদের কথা চিন্তা করে এবং সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার থাকায় সন্ধার পর থেকে ঢাকাগামী বাস ছাড়া হয়েছে।’

বিজ্ঞাপন

ঢাকাগামী এক কলেজ শিক্ষার্থীর অভিভাবক মোস্তফা কাদের বলেন, ‘সারাদিনে বাস না চলায় গন্তব্যে পৌছাতে পারেনি আমার ছেলে। তবে রাতে সড়কে আইন-শৃঙ্খলা বাহীনির নিরাপত্তা থাকায় রাতেই ছেলেকে গন্তব্যে পৌছাতে কিছুটা অভয় পেয়েছি।’

এ বিষয় বরগুনা জেলা পুলিশের পক্ষথেকে কোনও বক্তব্য না পাওয়া গেলেও সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ সকল স্থানে আইন-শৃঙ্খলা বাহীনির কঠোর নিরাপত্তা দেখা গেছে এবং কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।