আন্দোলনের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে নিরাপত্তা ব্যবস্থা ও নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এই কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, তফসিলকে ঘিরে নির্বাচন কমিশন ও নগরবাসীর নিরাপত্তায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়কে তল্লাশি বিষয়টি দেখলাম।

রাজনৈতিক দলের অবরোধ নিয়ে তিনি বলেন, আন্দোলন যদি নিয়মতান্ত্রিক হয় তাহলে পুলিশ নিরাপত্তা বিধান করবে। আর যদি বিশৃঙ্খলা করে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটায় তাহলে পুলিশ কঠোর ব্যবস্থা নিবে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার তার সবকিছু করা হবে।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর ১টা ৮ মিনিটে নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করে ২টা ১৫ মিনিটে বের হয়ে যান ডিএমপি কমিশনার।