গাজীপুরে আবারও রেললাইনে আগুন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

গাজীপুরে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধকে কেন্দ্র করে রেল লাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মহানগরীর ভুরুলিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ রেল সড়কে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেখে স্থানীয় লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ রেল সড়কের ভুরুলিয়া এলাকায় বাঁশ কাঠের টুকরো এনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে আগুন দেখে লোকজন ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এদিকে স্থানীয়দের দেয়া তথ্যে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন বাঁশ কাঠের টুকরোতে আগুন দেয়ায় বড় কোন ক্ষতি হয়নি। লোকজন আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে। তবে এ ঘটনায় রেল চলাচলে বিঘ্ন ঘটেনি।

বিজ্ঞাপন

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন আহম্মেদ জানান, দুর্বৃত্তরা রেল লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তবে বড় কোন ক্ষতি হয়নি। যারা কাজটি করেছে তাদের বিষয়ে তদন্ত চলছে।