জামালপুরে আন্তঃনগর ট্রেনে আগুন

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ট্রেনে আগুনের চিত্র। ছবি : সংগৃহীত

ট্রেনে আগুনের চিত্র। ছবি : সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত ২ টার দিকে সরিষাবাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ট্রেনের তিনটি বগিতে আগুন ধরিয়ে দেয়।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ট্রেনে আগুনের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনার স্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা।

বিজ্ঞাপন

জামালপুর রেলওয়ে থানার সাব ইনস্টপেক্টর তারা মিয়া বার্তা২৪.কম-কে বলেন, সরিষাবাড়ি স্টেশনে যাত্রী নামার পরপরই ট্রেনে আগুন দেওয়া হয়। ওই সময় ট্রেনে যাত্রী কম ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে এখনই বলা যাচ্ছে না বলে তিনি জানান।