বাংলাদেশ থেকে নৌকায় উঠছে রোহিঙ্গারা

  • মাজেদুল নয়ন, স্পেশাল করেসপন্ডেন্ট, ইস্ট-ওয়েস্ট এশিয়া, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ থেকে নৌকায় উঠছে রোহিঙ্গারা

বাংলাদেশ থেকে নৌকায় উঠছে রোহিঙ্গারা

 

সম্প্রতি প্রায় ৬০০ জন রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে প্রবেশ করেছে। এরা প্রায় সকলেই নৌকায় বাংলাদেশ থেকে আচেহতে পাড়ি জমিয়েছে। এই রোহিঙ্গাদের লক্ষ্য ছিল মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়া হয়ে অস্ট্রেলিয়া। তবে শেষবার পাড়ি জমানো ২৫০ জন রোহিঙ্গাকে আবারো নৌকায় উঠিয়ে ফেরত পাঠানো হয়েছে আচেহ থেকে।

বিজ্ঞাপন

পশ্চিম ইন্দোনেশিয়া থেকে ২৫০ জন রোহিঙ্গা শরনার্থীকে ফেরত পাঠানোর এই খবর নিশ্চিত করেছেন স্থানীয়রা।

গত বৃহস্পতিবার ২৫০ জন রোহিঙ্গা শরনার্থীসহ একটি কাঠের নৌকা আচেহর সমুদ্রতীরে ভীড়ে। তবে স্থানীয়রা তাদের নৌকা ভেড়াতে মানা করেন। কিন্তু কয়েকজন শরণার্থী তাদের কথা না শুনে সাগরে ঝাপ দেয় এবং সাঁতরে তীরে উঠে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জোরপূর্বক এই রোহিঙ্গাদের নৌকায় ফেরত পাঠায়। এরপর নৌকাটি আবারো কয়েক কিলোমিটার দূরে উত্তর আচেহতে ভেড়ার চেষ্টা করে। তবে স্থানীয়রা সেখানেও তাদের বাধা দেন এবং পরের দিন তাদের বাধ্য করে নৌকা নিয়ে ফেরত যেতে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, নৌকার মানুষরা জানিয়েছে গত ৩ সপ্তাহ আগে বাংলাদেশ থেকে নৌকায় যাত্রা করেছিল তারা। উত্তর আচেহ থেকে নৌকা ছাড়ার পর আর কোথায় ভিড়েছে জানা যায়নি।

উত্তর আচেহ্ এর জনপ্রতিনিধি সাইফুল আফওয়াদি বলেন, রোহিঙ্গাদের উপস্থিতিতে আমরা বিরক্ত হয়ে আছি। অনেকসময় তারা শরণার্থী ক্যাম্প থেকেও পালিয়ে যায়। এরা বেশিরভাগই মানবপাচারের শিকার এবং তাদেরকে নিয়ে দালালরা ব্যবসা করছে।