নির্বাচনে কমনওয়েলথ পর্যবেক্ষক পাঠাবে কিনা সিদ্ধান্ত পরে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

আমাদের রিপোর্ট জমা দেওয়ার পর কমনওয়েলথ হেডকোয়ার্টার জানাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশে পর্যবেক্ষক পাঠানো হবে কিনা বলে জানিয়েছেন কমনওয়েলথ প্রাক নির্বাচনী দলের ইলেকটোরাল সাপোর্ট সেকশনের এডভাইজার লিনফোর্ড এন্ড্রিউ।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচন কমিশনের সঙ্গে কমনওয়েলথ প্রাক নির্বাচনী প্রতিনিধি দলের বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কমনওয়েলথ প্রতিনিধি দলের এই সদস্য বলেন, নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবো কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। পর্যবেক্ষক দল পাঠাতে ব্যয় ও অন্যান্য বিষয়গুলো বিবেচিত হবে।

তিনি বলেন, বাংলাদেশে আসার পর প্রথম বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন তাদের সব প্রস্তুতি জানিয়েছে। এরপর অন্যান্য দল ও সংস্থার সঙ্গে বৈঠক করে একটি প্রতিবেদন তৈরি করা হবে। সেই প্রতিবেদন কমনওয়েলথের সেক্রেটারির কাছে পাঠানো হবে। তখন সিদ্ধান্ত হবে পর্যবেক্ষক দল আসবে কি আসবেনা।

বিজ্ঞাপন