বাসে আগুন দিয়ে সবার সামনেই সটকে পড়েন দুই তরুণ
বিকল হয়ে বাসটি দাঁড়িয়ে ছিল সড়কে। সেখানে আগে থেকেই নাশকতার উদ্দেশে বিভিন্ন গাড়ি অনুসরণ করছিলেন দুই তরুণ। একজনের মুখে ছিল মাস্ক, আরেকজনের মাথায় ক্যাপ। চালক ও সহকারী গ্যারেজে যাওয়ার জন্য নামতেই মূহূর্তেই বাসের পেছনের দিকে আগুন ধরিয়ে দেন ওই দুই তরুণ। এরপর দ্রুত পায়ে সবার সামনেই সামনের দিকে এগিয়ে যান ওই তরুণেরা।
চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় বাসে আগুন ধরিয়ে দেওয়ার এমন দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। শনিবার (১৯ নভেম্বর) রাতে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পর বাসটি উদ্ধার করে চান্দগাঁও থানায় নিয়ে যায় পুলিশ।
বাসে আগুন দেওয়ার ঘটনায় চালক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন বলে জানিয়েছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বার্তা২৪.কম-কে বলেন, চালক আমাদের এজহার দিয়েছেন নাশকতার পরিকল্পনায় এই আগুন দেওয়া হয়েছে। আমরা তার এজহারের ভিত্তিতে বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়েছি। মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত অব্যাহত আছে। অচিরেই আমরা জড়িতদের চিহ্নিত করতে পারব।
পুলিশ সূত্র জানায়, কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে পোশাক শ্রমিকদের নিয়ে আগ্রাবাদের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। বহদ্দারহাট এলাকায় পৌঁছানোর পর চাকা বিকল হয়ে যাওয়ায় যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। চালক ও সহকারী নেমে চাকা মেরামতের উদ্যোগ নিচ্ছিলেন। সহকারী গ্যারেজ মেকানিক ডাকতে যাচ্ছিলেন। এ সময় সহকারী দূর থেকে দেখেন, বাসের ভেতরে আগুন জ্বলছে। তখন চালক ও সহকারী বাসের কাছে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নেভায়।
প্রথমদিকে এটি কি নাশকতা নাকি দুর্ঘটনা সেটি নিয়ে দ্বন্দ্বে ছিল পুলিশ ও ফায়ার সার্ভিস। গাড়িটি বিকল হওয়ায় অনেকে ধারণা করেছিলেন বাসের পেছনের অংশে গ্যাস সিলিন্ডার ও ব্যাটারির তারের সংযোগস্থলে গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে সিসিটিভির ফুটেজ ছড়িয়ে পড়ার পর নাশকতার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ।
ভিডিওতে দেখা যায়, মিনিবাসটির পাশেই দাঁড়ানো ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা, পেছনে অদূরেই ছিল একটি পিকআপ। পিকআপটির উপরে বসে মোবাইল দেখছিলেন একজন। বাসে আগুন দেওয়ার দৃশ্য দেখতেই তিনি দ্রুত পিকআপ থেকে নেমে চালককে গাড়ি সরাতে বলেন। অন্যদিকে দ্রুত অটোরিকশাটিকে সরিয়ে নেন দুজন। তাৎক্ষণিকভাবে না সরালে অটোরিকশাটিও পুড়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের আগের রাতে চট্টগ্রামে নগরীতে দুটি বাসে ও দুটি কাভার্ডভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। এর আগেও বিএনপি-জামায়াতের চলমান অবরোধ-হরতালে চট্টগ্রামে একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। তবে এই প্রথম কোনো বাসে আগুন দিয়ে চলে যাওয়ার দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়।