হরতাল-অবরোধে অগ্নিদগ্ধরা চিকিৎসকের পর্যবেক্ষণে
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের মধ্যে দুর্বৃত্তের দেওয়া আগুনের ঘটনায় নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অগ্নিদগ্ধ ৭ জন। এখন তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক অবস্থায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চলতি সপ্তাহেই অগ্নিদগ্ধদের ক্ষত স্থানে সার্জারি করা হবে বলে জানা গেছে।
রোববার (১৯ নভেম্বর) বার্তা২৪.কম-কে এসব কথা জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম।
ডা. মো. তরিকুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, অবরোধ ও হরতালকে কেন্দ্র করে মোট ৭ জন রোগী আমাদের এখানে ভর্তি আছে। তাদের কেউ এই মূহুর্তে আশঙ্কাজনক অবস্থায় নেই। তবে সবারই সার্জারি লাগবে। যেহেতু তাদের সার্জারি লাগবে তাই সুস্থ বলা যাচ্ছে না। অনেক সময় সার্জারির সময়ও দুর্ঘটনা ঘটে যেতে পারে।
তিনি বলেন, অগ্নিদগ্ধ সাতজনকে আজকে কালকের মধ্যে শিডিউল অনুযায়ী অপারেশনে নেওয়া হবে। চলতি সপ্তাহের মধ্যে তাদের সবার অপারেশন সম্পন্ন করা হবে। তাদের ইনফেকশন কন্ট্রোলিংয়ের একটা বিষয় আছে। এ কারণে তাদেরকে বর্তমানে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সঙ্গে কারো দেখা করাও রেস্ট্রিক্টেড করা হয়েছে।
এদিকে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে গত ১৫ ঘণ্টায় দুর্বৃত্তের আগুনে পুড়েছে ১১টি যানবাহন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ২০ ইউনিট ও ১০৭ জন জনবল কাজ করেছেন বলেও জানানো হয়।