'সব সাংবাদিক সরকারি দল' বলে হামলা চালায় হরতাল সমর্থককারীরা
জামালপুরের সরিষাবাড়িতে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে মশিউর রহমান (২৮) নামে স্থানীয় এক সাংবাদিকের চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে হামলার ঘটনা ঘটেছে। এসময় তিনি সাংবাদিক পরিচয় দিলে 'সব সাংবাদিক সরকারি দল 'বলে মোটরসাইকেলে আগুন দেয়ার চেষ্টা করে হরতাল সমর্থককারীরা।
রবিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগাড়পাড় এলাকায় এ ঘটনা ঘটে। সাংবাদিক মশিউর রহমান বেসরকারি এক চ্যানেল এবং পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
এঘটনায় সরিষাবাড়ী থানা পুলিশ ৪জনকে গ্রেফতার করছে পুলিশ।
সাংবাদিক মশিউর রহমান বার্তা২৪.কম-কে বলেন, সংবাদ সংগ্রহের কাজে আমি তারাকান্দি থেকে সরিষাবাড়ী প্রেসক্লাবের দিকে যাচ্ছিলাম। পথে পোগলদিঘা ইউনিয়নের বগাড়পাড় এলাকা পর্যন্ত আসলে হরতাল সমর্থকরা আমার মোটরসাইকেল গতিরোধ করে হামলার চালায়। এ সময় সাংবাদিক পরিচয় দিলে "সব সাংবাদিক সরকারি দল" বলে তারা মোটরসাইকেলের পেছনো লাঠি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আগুন দেওয়ার চেষ্টা করলে দ্রুত স্থান ত্যাগ করি।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান জানান, এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।