ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ লাখে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ১ হাজার ২৫৫ জনে।

রোববার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে রোববার (১৯ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর (রোববার) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১ হাজার ২৫৫ জন। 

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫২২ জন। ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৯৪৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৭৫৭ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। ওই বছরের ডিসেম্বর মাসে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে ৬২ হাজার ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।