র‍্যাবের জালে ভুয়া এনএসআই আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঢাকা 
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভুয়া এন.এস.আই পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়দানকারী এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর ক্রাইম প্রিভেশন কোম্পানী-৩।

র‌বিবার রাতে পূর্বাচল উপশহর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মোঃ হাফিজুর রহমান (৩৪), পশ্চিম পুরন্দপুর (মোল্যা ডাঙ্গা) মহেশপুর ঝিনাইদহ জেলার মোঃ আব্দুল হক এর ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে মোঃ হাফিজুর রহমান, পূর্বাচল উপশহর বাচ্চু মিয়া নামের এক ব্যক্তির ছেলের নামে ডিবি কার্যালয়ে মামলা আছে বলে তাকে জানায় এবং মামলার ভয় দেখিয়ে অর্থ দাবি করে।

বিজ্ঞাপন

নুর হোসেন নামের আরেক ব্যক্তি জানান যে মোঃ হাফিজুর রহমান ইতঃপূর্বে এনএসআই অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে এলাকার লোকজন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে তার পরিচয় জিজ্ঞাসা করলে সে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্য দাবি করে। তার কথায় সন্দেহ হলে র‌্যাবের গোয়েন্দা সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করে।

পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী মোঃ হাফিজুর রহমানকে র‌্যাব ক্যাম্পে এনে জিজ্ঞাসাবাদ করলে সে একই পরিচয় দেয় এবং তাকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় হতে পূর্বাচল এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য নিয়োজিত করা হয়েছে বলেও দাবি করে।

এ ব্যাপারে র‌্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী, এনএসআইয়ের নারায়ণগঞ্জ জেলা শাখায় খবর নিয়ে জানতে পারে, মোঃ হাফিজুর রহমান নামে নারায়ণগঞ্জ এনএসআইয়ের কোনো সদস্য নেই। পরে এনএসআই থেকে বিষয়টি নিশ্চিত করলে তাকে আটক দেখানো হয়। পরে আটক ব্যক্তিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।