বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় চোর সন্দেহে জয় (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গ্রামের লোকজনের বিরুদ্ধে।

রোববার (১৯ নভেম্বর) রাত ১০ টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯ টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয় নামের ওই কিশোর। বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে মন্টু হৈচৈ শুরু করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসে। এ সময় জয় নামের ওই কিশোর বাড়ির একটি কাঠাল গাছে উঠে। মন্টু ও আশরাফুল গাছে থেকে জয়কে নামিয়ে নিয়ে মারধর শুরু করে। ইতিমধ্যে চোর আটকের খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এসে জয় নামের ওই কিশোরকে মারপিট করে। রাত ১০ টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোর মারা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ হেফাজতে নেয়। এ সময় মন্টু ও আশরাফুল পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় হত্যা মামলা হবে।