যুবলীগ নেতার বিচুলি গাদায় অগ্নিসংযোগ
মেহেরপুরের গাংনী শহরের বাজারপাড়ার ইউনুছ আলীর বিচুলি গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস। নাশকতার অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ইউনুছ আলী বাজারপাড়ার আব্দুল মান্নাফের ছেলে এবং গাংনী পৌরসভার ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি।
জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ইউনুছ আলীর বাড়ির পাশের বিপুলি গাদায় আগুন জ্বলতে দেখে প্রতিবেশীরা। পরে তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন বলেন, ‘বিচুলি গাদা পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আশপাশের বাড়িঘরগুলো আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি। পেট্রল অথবা কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি।’
এ প্রসঙ্গে বিচুলি গাদা মালিক যুবলীগ নেতা ইউনুছ আলী বলেন, ‘আমি বাজার থেকে বাড়িতে আসার ১০ মিনিট পরেই এ ঘটনা ঘটেছে। শত্রুতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।’