যেসব প্রতীক পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীক

প্রতীক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আগামী ৭ জানুয়ারি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আসন ভিত্তিক প্রার্থী ঘোষণার পর রিটার্নিং কার্যালয়ে ব্যস্ততা বেড়েছে। অনেকে আবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন।

এদিকে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতি আসনে ‘ডামি’ হিসেবে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের নির্দেশনাও রয়েছে।

বিজ্ঞাপন

এবার স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ এর বিধি ৯ (১) অনুসারে সংরক্ষিত প্রতীকসমূহ হলো— কলার ছড়ি, কেটলি, খাট, ঘণ্টা, ট্রাক, তবলা, তরমুজ, দালান, ফুলকপি, বাঁশি, বেঞ্চ, বেলুন, মাথাল, রকেট, স্যুটকেস, আলমিরা, থালা, ঢেঁকি, চার্জার লাইট, মোড়া, কাঁচি, ফ্রিজ, সোফা, দোলনা ও ঈগল।

দ্বাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর।

বিজ্ঞাপন