উৎসব, পার্বণ বা ভালবাসা সব কিছুতেই পূর্ণতা আনে ফুল। তাই তো বসন্তবরণ ও ভালবাসার দিবসকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠে ফুলের মার্কেটগুলো। তবে ব্যতিক্রম ছিল এবার। ইসলামের পবিত্র রজনী শবে বরাত ও ভালবাসা দিবস একই দিনে হওয়ায় ফুলের বিক্রি কমেছে এবছর।
সরেজমিনে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর অন্যতম ফুল বিক্রয় কেন্দ্র শাহবাগে গিয়ে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বিক্রেতারা জানান, ভালবাসা দিবস ও শবে বরাত একই দিনে হওয়ায় এবার ফুল বিক্রি ছিল তুলনামূলক কম। অন্যান্য বছর যে পরিমাণ ফুল বিক্রি করেন তা এবার হয়নি। কিছুটা কম হলেও বিক্রি যা হয়েছে তাতেও সন্তুষ্টি প্রকাশ করেন বিক্রেতারা।
এবার ফুল বিক্রি কম হলেও দর্শনার্থীদের ভিড় ছিল ফুলের দোকানগুলোতে। অনেকেই ফুল না কিনলেও ছবি তুলতে ভিড় করেন দোকানের সামনে, এতে করে ক্রেতা না আশার শঙ্কায় 'এখানে ছবি তুলা নিষেধ' এমন নোটিশ টাঙিয়ে রাখতেও দেখা যায়।
সরেজমিনে শাহবাগ ফুল দোকানে গিয়ে ছবি তুলতে গিয়েও পাওয়া গেছে এর সত্যতা। এদিন এই প্রতিবেদক ফুলের দোকানের ছবি তুলতে গেলে এক বিক্রেতা এসে নোটিশ বোর্ড দেখিয়ে দেন। যেখানে লেখা ছিল- এখানে ছবি তুলা নিষেধ। পরে পেশাগত পরিচয় দিলে ছবি তুলতে দেন সে বিক্রেতা।
পরে অনেকটা আক্ষেপ নিয়েই নিজের নাম প্রকাশ করার না শর্তে বার্তা২৪.কম কে বলেন, সবাই ছবি তুলতে এসে ভিড় করে, যারা সত্যিই ফুল কিনতে আসে তারা আসতে পারে না। এ বছর ফুল বিক্রি এমনিতেই কম, তারপরে যারা আসে তারাও যদি চলে যায় আমরা ফুল বিক্রি করব কিভাবে? সবাই ছবি তুলতে আসে কিন্তু আমাদের ত ফুল বিক্রি করতে হবে। তাই আমরা ছবি তুলা নিষেধ করে দিয়েছি আমাদের এখানে।
এ বছর ফুল বিক্রি হচ্ছে কেমন জানতে চাইলে শাওন পুষ্পালয় এর স্বত্ত্বাধিকারি মহি বিল্লাহ বার্তা২৪.কম কে বলেন, ফুল বিক্রি ভালোই হয়েছে তবে গত বছরের তুলনায় এবার কিছুটা কমই হয়েছে। শবেবরাত ছিল তাই এবার বিক্রি কিছুটা কম।
একই রকম কথা বলেন বৃষ্টি ভিআইপি ফুল ঘরের স্বত্ত্বাধিকারি বিল্লাল হোসেন। তিনি বলেন, এবার ফুল বিক্রি মোটামুটি। খুব খারাপ তাও না, আবার বেশি ভালোও না। শবে বরাত ছিল তাই ফুল কিছুটা কমই বিক্রি হইছে।