বগুড়ার ৭ আসনে ৯২ জনের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে বগুড়া জেলার ১২টি উপজেলার ৭ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯২ জন।
বুধবার (২৯ নভেম্বর) প্রার্থীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪১ জন। আওয়ামী লীগ নেতা রয়েছেন ৯ জন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতাদের মধ্যে যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত নির্বাহী কমিটির সদস্য শাহাজাদী আলম লিপি, বগুড়া-২ (শিবগঞ্জ) শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আকরাম হোসেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক, ফেরদৌস স্বাধীন ফিরোজ- দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আজয় কুমার সরকার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আনোয়ার হোসেন রানা-কাহালু উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক, মোশফিকুর রহমান কাজল, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের কেউ মনোনয়ন উত্তোলন করেননি।
এছাড়া, বগুড়া-৬ (সদর) আসনে বগুড়া শহর আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুল মান্নান আকন্দ। বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফিনেওয়াজ খাঁন রবিন ও বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন।