সকাল ৭ টা ৫৮ মিনিট। হুইসেল বাজিয়ে সমুদ্র শহরে আইকনিক রেলস্টেশনে প্রবেশ করলো ‘কক্সবাজার এক্সপ্রেস’।
শুক্রবার (১ ডিসেম্বর) রাত ১০ টা ৫৫ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয় বিরতিহীন ট্রেন ‘কক্সবাজার এক্সপ্রেস‘। যেটি শনিবার (২ ডিসেম্বর) কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছায়।
বিজ্ঞাপন
প্রথমবারের মতো ট্রেনে চড়ে কক্সবাজার এলো পর্যটকেরা। সকালে ঘুমঘুম ভাব নিয়ে অনেকটা ক্লান্তি ঝেড়ে কক্সবাজার পৌঁছে জানালেন অনুভূতির কথা। জানালেন স্বপ্নেও যেটি দেখা সম্ভব ছিলো না সেটাই বাস্তবে রূপ নিলো।
ট্রেন কক্সবাজার আসবে এটা ছিল অনেকের কাছে স্বপ্নের মতো। স্বপ্ন যখন বাস্তবে ধরা দিয়েছে তখন সে সুযোগটা কাজে লাগিয়ে ট্রেনে চড়ে কক্সবাজার ভ্রমণে এসেছেন হাজারো পর্যটক। পর্যটন শহরে যখন ট্রেন এসেছে সে ট্রেনের মান এবং আতিথেয়তা নিয়ে সন্তুষ্ট পর্যটকেরা।
বিজ্ঞাপন
ভ্রমণে এসে পর্যটকেরা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য কাজ করছে টুরিস্ট পুলিশ এমনটাই জানালেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
নিরাপদে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানোর দায়িত্ব নিয়ে পর্যটকদের সেবা দিতে চান পর্যটনসেবাদানকারী বিভিন্ন সংস্থা। পর্যটকরা কক্সবাজার পৌঁছালে ফুল নিয়ে বরণ করে হোটেল-মোটেল গেস্ট হাউজ মালিক সমিতি, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সহ পর্যটন সেবী সংগঠনগুলো।
নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনসহ ৯০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে এ মামলা দায়ের করা হয়।
অন্যান্য আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু,সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, সরদার আলমগীর হোসেন আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অচিন চক্রবর্ত্তি, নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুন্ডুসহ আওয়ামীলীগও এর অঙ্গ সহযোগী সংগঠনের ৯০ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, সদর থানায় মামলা নং-১০। মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বাহিরগ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।
মামলায় অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট ২০২৪ দুপুরে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে রামদা, লাঠি, শর্টগান,বন্দুক, পিস্তল, হাতবোমাসহ মারাত্বক অস্ত্রা নিয়ে জোটবদ্ধ হয়ে চৌরাস্তার থেকে চিত্রানদীর পূর্ব পাড় পর্যন্তু বেআইনি সমাবেশ করে। ওই সময় নাকশী বাজার হতে মালিবাগ হয়ে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্রজনতা অভিভাবকসহ সাধারণ মানুষ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল নিয়ে শহর অভিমুখের শেখ রাসেল সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে আসামিরা জোটবদ্ধ হয়ে গুলিবর্ষণ করে। এসময় গুলিতে সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শফিকুল ইসলাম গুরুতর যখম হয়।
এছাড়া বোমার আঘাতে অনেকে আহত হয়। তাদের ইট-পাটকেলেও অনেকে আহত হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
বগুড়ায় চাঁদা না দেয়ায় বখাটেদের ছুরিকাঘাতে আকিল হোসেন রানা(৪৫) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তার স্ত্রী রোজিনা বেগমও ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটে।
রানা জয়পুরপাড়া পশ্চিম পাড়ার এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন পুরাতন লোহা ব্যবসায়ী।
বগুড়া পৌরসভার ১৭ নং ওযার্ডের সাবেক কাউন্সিলর গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রোববার ভাড়া নিয়ে রিকশাচালকের সাথে রানার বিরোধ হয়। এ সময় রানার প্রতিবেশী ইনছান ও তার এক বন্ধু সাগর, রানার পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে। ওই রিকশাচালক ঘটনাটি জয়পুরপাড়ায় বসবাসকারী তার জামাইকে জানায়। রিকশাচালকের জামাই পরদিন ইনছানকে ডেকে চড় থাপ্পড় দেয়।
মঙ্গলবার রাতে রানা তার স্ত্রীসহ একই এলাকায় দাওয়াত খেয়ে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি পৌঁছালে ইনছান ও সাগরের সাথে দেখা হয়। এ সময় ইনছান জানায় তার (রানা) পক্ষ নিয়ে রিকশাচালককে মারধর করে বিবাদে জড়িয়ে পড়ে মারধরের শিকার হয়। এ কারণে রানার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায় তারা রানার পেটে ছুরিকাঘাত করে। এ সময় স্ত্রী রানাকে উদ্ধারে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী রোজিনা বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ঘটনার পর পরই ইনছান ও তার সহযোগীরা পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতার করতে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।
রাঙামাটিতে ভারতীয় অবৈধ সিগারেটের রমরমা ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় প্রতিবেদক আলমগীর মানিকের ওপর হামলা চালিয়েছে রিয়াজুল হাকিম রাজু নামের এক বখাটে। জানা গেছে, তিনি রাঙামাটি নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। হামলার সময় তার সঙ্গে রাজুর চাচাতো ভাই ফারুকুল ইসলাম ইমনও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ১০ মিনিটের সময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের এসপি বাংলো সংলগ্ন এলাকায় আলমগীর মানিকের নিজ বসতঘরে এই হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় আলমগীর মানিকের দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হামলাকারী রাজু কর্তৃক প্রাণনাশের হুমকিতে সবার মাঝে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরে ব্যাপকহারে চাঁদাবাজির বিষয়টি নিয়ে দেশের প্রথমসারির গণমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হয়। অতি সম্প্রতি রাঙামাটিতে ভারতীয় পণ্যের রমরমা ব্যবসা; কোটি টাকার সিগারেটসহ আটক-১ শিরোনামে নিউজ প্রকাশ করা হয়।
তারই ধারাবাহিকতায় শুল্কবিহীন ভারতীয় সিগারেটের রমরমা ব্যবসাসহ এই ব্যবসাকে কেন্দ্র করে ব্যাপকহারে চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে জনৈক অবৈধ সিগারেট ব্যবসায়ী দিদারকে বক্তব্যের জন্য ফোন দিলে প্রতিবেদকের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত ৯টা ১০ মিনিটে ফারুকুল ইসলাম ইমন ও রিয়াজুল ইসলাম রাজু আলমগীর মানিকের বাসায় উপস্থিত হয়।
এসময় কেন দিদারকে ফোন করা হয়েছে এবং দিদারকে চিনস কিনা প্রশ্ন করেই বিভিন্ন ধরনের কটুক্তিমুলক কথা বলতে থাকে। এতে করে আলমগীর মানিক প্রতিবাদ করলে নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাকিম রাজু আলমগীর মানিকের গায়ের ওপর ওঠে আসার চেষ্টা করেন। এসময় তাকে প্রতিহত করতে এগিয়ে গেলে তিনি ধাক্কা দেন।
ঘটনাস্থলে আলমগীরের আরো দুই সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের বাধায় রাজু ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় “মানিক সবর কর দেখেলইয়ুম তুরে” এই হুমকি দিয়ে চলে যায়। রাজুর এহেন আচরণ আলমগীর মানিকের সিসিটিভিতে রেকর্ড রয়েছে। বিগত সরকার পতনের পর অর্ন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসার এখনো ৩৫ দিন না পেরোতেই ছাত্রদল নেতার এহেন আচরণ তাদের ভবিষ্যত নিয়ে সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে।
এদিকে, মঙ্গলবার রাতেই আলমগীর মানিকের বাসায় হামলার ঘটনাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলীকে মৌখিকভাবে মুঠোফোনের মাধ্যমে অবহিত করা হলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে লিখিত অভিযোগ থানায় দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।
চোরাচালানিদের বিরুদ্ধে নিউজ প্রকাশ করায় ছাত্রদল নেতা কর্তৃক সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, রাঙামাটি নগর ছাত্রদলের আহবায়ক খায়রুল ইসলাম জানান, আমাদের দলীয় হাইকমান্ড নেতাকর্মীদের উচ্ছৃঙ্খল করতে নিষেধ করেছেন। এই নির্দেশনার পরেও যদি কেউ এই ধরনের হামলার ঘটনা ঘটায় তার বিরুদ্ধে দলীয় হাই কমান্ডের সাথে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নীলফামারীতে চাঁদাবাজির অভিযোগে দুই সাবেক এমপি, ওসি, দুই সাংবাদিকসহ ৩৬০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন মো. সৌমিক হাসান সোহান নামে এক শিক্ষার্থী। তিনি শহরের পূর্ব কুখাপাড়ার শামীম হোসেনের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ ও গত ১৮ জুলাই থেকে আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার নামে ভয়ভীতিসহ চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।
আসামিরা হলেন, নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
একই মামলায় সদর থানা পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম, উপ-পরিদর্শক রনি কুমার পাল, জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও আরেক সাংবাদিককে আসামি করা হয়েছে।
এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এম আর সাঈদ বলেন, মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য বিজ্ঞ আদালত থেকে সোমবার নির্দেশনা পেয়েছি। সেটি আদালতের দেওয়া সময়সীমার মধ্যে রেকর্ড করার প্রক্রিয়া চলমান আছে।