জুয়েলার্সে চুরি: ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপাসহ যুবক গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

রংপুরে পীরগঞ্জ পৌরসভার সরকার জুয়েলার্সে চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণালংকার ও ৯০ ভরি রুপা উদ্ধারসহ রফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৯ ডিসেম্বর) চুরির ঘটনায় জড়িত মূলহোতা রফিকুল ইসলামকে গাজিপুর থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর গভীর রাতে পীরগঞ্জ প্রেসক্লাবসংলগ্ন সরকার জুয়েলার্সে চুরি সংঘটিত হয়। এ ঘটনায় সরকার জুয়েলার্সের স্বত্তাধিকারী পীরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন। থানা পুলিশ চোরের সন্ধানে বিভিন্ন স্থানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় চুরির কাজে ব্যবহৃত পিকআপ, নগদ টাকা, ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার, ৯০ ভরি রুপার অলংকার উদ্ধার করা হয়। পরে চুরির ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা দুককা কাদের ওরফে রফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গাজীপুর জেলা হতে গ্রেফতার করে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, চুরি যাওয়া মালামাল উদ্ধারসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।