নির্বাচন পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের টহল
নির্বাচন পরবর্তী যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করতে রাজধানী সহ গুরুত্বপূর্ণ স্থাপনা কেন্দ্রিক টহল দিচ্ছে র্যাব।
রোববার (৩১ ডিসেম্বর) বিকেলে টিকাতলি মোড় থেকে জিরো পয়েন্ট, শাহবাগ, বাংলামোটর, রামপুরা জুড়ে এ টহল কার্যক্রম চলছে।
র্যাবের এ বিশেষ টহল চলাকালীন র্যাব ৩’র অধিনায়ক এমরানুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তীতে কোন এক স্বার্থন্বেষী মহল যদি সহিংসতা করতে চাই। সেটা মোকাবেলা করতেই আমরা এই পেট্রোলিং কার্যক্রম চালাচ্ছি।
তাছাড়া র্যাব ৩ এলাকায় যেগুলো কেপিসি (গুরুত্বপূর্ণ স্থাপনা) আছে। সেগুলো কেন্দ্রিক আমাদের নিরাপত্তা নজরদারি চলছে।
র্যাব ৩'র এই অধিনায়ক বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি বিশেষ নিরাপত্তার প্রয়োজন হয়। সেটিকেও মাথায় রেখে আমরা এই এলাকাগুলোতে অবস্থান করছি।
তবে সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও নিরাপত্তা জোরদার করতে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব।