গাইবান্ধায় ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার
গাইবান্ধার পলাশবাড়ীতে ককটেল সাদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই দুস্কৃতিকারীরা বস্তুটি পুকুরে ফেলে রেখেছিল বলে ধারণা পুলিশের।
বৃস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আন্দুয়া গ্রামের কৃষক আপেল মিয়ার পরিত্যক্ত পুকুর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, আপেল মিয়ার পরিত্যক্ত পুকুর থেকে জমিতে পানি সেচের কাজ করছিলেন এলাকার মতিয়ার ও বাকি নামে দুই শ্রমিক। পানি সেচের এক পর্যায়ে তারা পুকুরের কাদাপানিতে টেপ দিয়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। তাৎক্ষণিক খবরটি ছড়িয়ে পড়লে ভিড় জমায় এলাকার মানুষ। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, স্থানীয়দের খবরে পুলিশ বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে বস্তুটি আসলে ককটেল কিংবা বিস্ফোরক জাতীয় কোন দ্রব্য নয়। প্লাস্টিকের পাইপে কসটেপ দিয়ে পেঁচানো থাকায় ককটেল ভেবেছিল স্থানীয়রা।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুস্কৃতিকারীরা টেপ দিয়ে পেঁচানো বস্তুটি পুকুরে ফেলে রাখে।