রংপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার

প্রায় পনেরো বছর আগে করা রংপুর কোতোয়ালি থানাধীন একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম কোতোয়ালি থানার বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. ওবায়দুল হক।

বিজ্ঞাপন

কোতোয়ালি (চট্টগ্রাম মহানগর) থানা সূত্রে জানা গেছে, ২০০৯ সালের হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মো. নুরুন্নবী। তিনি রংপুরের কোতোয়ালি থানার জুম্মাপাড়া মারুয়াপট্টি গ্রামের মৃত কাওসারের ছেলে।

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি এস. এম. ওবায়দুল হক জানান, গত প্রায় ৯-১০ বছর ধরে আসামি মো. নুরুন্নবী রংপুর কোতোয়ালি থানায় করা একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে চট্টগ্রামে আত্মগোপন করে থাকেন। বিষয়টি জানার পর রংপুর কোতোয়ালি থানার ওসি আসামিকে গ্রেফতার করার জন্য একটি রিকমেন্ডেশন পাঠিয়েছে চট্টগ্রাম মহানগর কোতোয়ালি থানা বরাবর। তারপর আমরা আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামি বর্তমানে আমাদের কাছে রয়েছে। রংপুর কোতোয়ালি থানার একটি টিম অলরেডি আসতেছেন। আসলে আমরা যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে আসামিকে হস্তান্তর করব।

বিজ্ঞাপন

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির বিল্লাহ বলেন, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আসামি মো. নুরুন্নবী চট্টগ্রামে আত্মগোপন করে আছেন। পরে আমরা তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম কোতোয়ালি থানাকে জানালে তারা আসামিকে গ্রেফতার করে। আমাদের একটি টিম ইতিমধ্যেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে।