ময়মনসিংহ ১০: স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা
ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের এ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেন দিপু নির্বাচন বর্জনের ঘোষণা।
রোববার (৭ জানুয়ারি) সকালে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন
ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের এ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেন দিপু নির্বাচন বর্জনের ঘোষণা।
রোববার (৭ জানুয়ারি) সকালে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন
চুয়াডাঙ্গায় শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বারের ধাক্কায় তাইজেল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পিটিআই মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইজেল হোসেন আলমডাঙ্গা উপজেলার পূর্ব কমলাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পিটিআই মোড়ে মাঠ থেকে কৃষিকাজ শেষে বাইসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন তাইজাল হোসেন। এসময় পিছন থেকে দ্রুতগতির অবৈধ যান লাটাহাম্বার তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন সন্ধ্যা পৌনে সাতটার দিকে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এক বৃদ্ধ হাসপাতালে আসেন। চিকিৎসা দিয়ে ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। বিস্তারিত জানার জন্য পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা মনমোহন সিংকে একজন মহৎ বিনয়ের অধিকারী, দূরদর্শী নেতা ও রাষ্ট্রনায়ক বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতির জন্য খ্যাত ছিলেন তিনি। প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।
বার্তায় প্রধান উপদেষ্টা আরও বলেছেন, মনমোহন সিং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব এবং পারস্পরিক লাভজনক সহযোগিতার সম্পর্ক শক্তিশালী করতে সহায়তা করেছে। প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে তার দৃঢ় প্রতিশ্রুতির প্রশংসা করেছেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টা ৫১ মিনিটে রাজধানী নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
তার মৃত্যুতে ভারতে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মনমোহন সিং ১৯৭১ সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি।
ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হৃদরোগ ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আনার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর কারণ হিসেবে কার্ডিক এরেস্টের কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, কাজী রফিক ২০১৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করেন। নিউজ পোর্টাল ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশের সব প্রশাসনের প্রাণকেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয়। এই সচিবালয়ের ৭ নাম্বার ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। মধ্যরাতে সচিবালয়ের মতো নিশ্ছিদ্র নিরাপত্তাজনক স্থানে আগুন লাগা এবং একজনের মৃত্যু ও কয়েকজন আহত হওয়ার ঘটনা গভীর উদ্বেগজনক।
তিনি বলনে, দিনরাত ২৪ ঘণ্টা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে কীভাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে, তা আমার বোধগম্য নয়। সচিবালয় এ ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা কোনও নাশকতা কিনা তা তদন্ত করা দরকার। আমি সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির জোর দাবি করছি। নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর অসকার দিঘির পাড়ে ২১ নম্বর জামাল খান ওয়ার্ড বিএনপির উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল হাশেম বক্কর বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রকারীরা প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এই ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরের উদাসীনতা ও অসতর্কতা আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটন করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের অর্পিত দায়িত্ব পালনে আরও সচেতন এবং সতর্ক হওয়া উচিত।
জামালখাঁন ওয়ার্ড বিএনপি নেতা আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা দিদারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারন সম্পাদক সাহেদ বক্স। উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আশরাফুজ্জামান স্বপন, কামাল হোসেন, মো. সেলিম, দেলোয়ার হোসেন, হাসানুল করিম চৌধুরী, মো. আলমগীর, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. ইলিয়াছ, মো. সেলিম, আমিন উল্লাহ, তাসলিমা আহমেদ, মো. আলী হোসেন, শাহ নেওয়াজ, নুর হোসেন, ওমর ফারুক টারজান, সৈয়দ সাফওয়ান আলী, ইমরান হোসেন, মোবারক হোসেন, শাহ সাবাহ আনি প্রমূখ।