ময়মনসিংহ ১০: স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা
ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের এ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেন দিপু নির্বাচন বর্জনের ঘোষণা।
রোববার (৭ জানুয়ারি) সকালে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন
ময়মনসিংহ ১০ (গফরগাঁও) আসনের এ্যাডভোকেট কায়সার আহমেদ ও ড. আবুল হোসেন দিপু নির্বাচন বর্জনের ঘোষণা।
রোববার (৭ জানুয়ারি) সকালে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন
যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে ৮৯৫ বোতল ভারতের তৈরি ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে এক অভিযান পরিচালনা করে ফেনসিডিল উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, পুটখালী সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী পশ্চিমপাড়া নামক স্থান দিয়ে মাদক চোরাকারবারিরা ভারত হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালালে চোরাকারবারিদের সাথে থাকা বস্তা ফেলে ইছামতি নদী পার হয়ে পালিয়ে যায়। পরে টহল দল চোরাকারবারিদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে ৮৯৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
তিনি আরও জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক পাচারকারীসহ যে কোনো প্রকার চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর ) দুপুর ২টার দিকে নদীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ ভেসে যেতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজন যুবকের মরদেহ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৮-৩০ বছর। তার পরনে ছিল ফুলহাতা গেঞ্জি জিন্সের প্যান্ট এবং পায়ে ছিল কেটস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্তরা দীর্ঘদিন যাবত ভূমি আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।
বুধবার (২১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মামলার বিষয়টি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। গেল ১৯ নভেম্বর দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. আবুল হোসেন বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
মামলায় অভিযুক্তরা হলেন, উপজেলার সাপমারা ইউনিয়নের মিঠু মিয়া (৩৫), তাহের হোসেন (২৪), আইযুব আলী (২২), নাইস হুজুর (৪৫), জাহাঙ্গীর (৪০), লিটন (৩৫), শিপন মিয়া (৩০), মো: খোকন বাবু (৩৬), মহিদুল (৩০) শহিদুল (৩৫), শামীম (৩৩), শফি (৩০), রঞ্জু (৩২), সোহেল (৩৩), আয়তাল (৩৮), মোস্তফা (৪৪), দুদু মিয়া (৩৬), সাদ্দাম (২৫), বিপুল (২৭), সুমন (২৫), আলম (২৪), এনামুল (৩০), মতলেব সরদার (৪০), শাহ আলম সরদার (৩৭), আমিরুল ইসলাম (৩৫), সামাদ শেখ (৪৫), রেজাউল (৪৫), নূরুল আমিন (৪৫), সেলিম মিয়া (২৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে ভূমি আইনে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে, এসময় বালু উত্তোলনের অভিযোগের অন্য একটি মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি।
উল্লেখ্য, অভিযুক্তরা দীর্ঘদিন ধরেই আইন অমান্য করে করতোয়া নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিলেলেন। ফলে নদী পাড়ের বসতবাড়ি, ফসলি জমি ও সরকারি স্থাপনা নদীগর্ভে বিলিন হয়েছে এবং আরো বেশ কিছু স্থাপনা হুমকির মুখে পড়েছে। সম্প্রতি স্থানীয়দের এমন অভিযোগের প্রেক্ষিতে গেল ১৯ নভেম্বর রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জমান চকরহিমাপুর ও নরেঙ্গাবাদের মেরী এলাকা সরেজমিনে বালুু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে একইদিন উপজেলার সাপমারা ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো: আবুল হোসেন বাদি হয়ে ১৯ জনের বিরুদ্ধে ভূমি আইনে এই মামলা দায়ের করেন।
অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজনের নামে গোাবিন্দগঞ্জ থানায় আরও মামলা রয়েছে বলেও জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রনি (২৩) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর নামোপাড়া মহল্লার সাদেকুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভবানীপুর চাঁদহাজি পাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে চাঁদ হাজি পাড়ার আব্দুল বারির বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যায় রনি।
এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।