নির্বাচন পরবর্তী সময়ে চাঁদপুরের পর্যটনকেন্দ্রে সহিংসতা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্রটির উপর দফায় দফায় হামলা চালাচ্ছে দুষ্কৃতিকারীরা।
শুক্রবার (১২ জানুয়ারি) শুক্রবার সকালে মোহনপুর পর্যটনকেন্দ্রে গেলে দায়িত্বরত সিকিউরিটি স্টাফরা এসব তথ্য জানিয়েছেন। মোহনপুর পর্যটন কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ মোঃ আজহার আলী বলেন, নির্বাচনের আগে এবং পরে এই পর্যটন এরিয়াটির শিপিং রেস্টুরেন্ট, থিম পার্কের শিশুদের বিভিন্ন রাইড, পর্যটকদের বসার চেয়ার, ফুলের টব, পর্যটনের মেইন গেইট, স্ট্যান্ড লাইট, সিসি ক্যামেরা, স্পিড বোর্টসহ সর্বত্র ভাঙ্গচুর চালানো হয়েছে।
পর্যটনকেন্দ্রের সিকিউরিটি হাবিবুর রহমান, মোঃ দেলোয়ার, মোঃ জিহাদসহ অন্যরা বলেন, ‘মেইন গেইটের সামনে বালু ফেলে পথ অবরুদ্ধ করে রেখেছে দুর্বৃত্তরা। ইট পাটকেল নিক্ষেপসহ বার বার এমন হামলা হচ্ছে। আমরা এখানে পেটের দায়ে কাজ করতে এসেছি। এ ধরনের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি’।
এ বিষয়ে মোহনপুর পর্যটন লিমিটেডের সিইও কাজী আবু জাফর বলেন, ওই দুর্বৃত্তদের বরং বারের হামলার ঘটনায় মোহনপুর পর্যটনকেন্দ্রে এখন পর্যন্ত কোটি টাকার ক্ষতি হয়েছে। তাই এটির নিরাপত্তা জোড়দারে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। অন্যথায় এখানে আসা পর্যটকদের বড় ধরনের ক্ষতি হতে পারে।
এ বিষয়ে মোহনপুর পর্যটন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমান বলেন, এখানের স্টাফদের দুষ্কৃতিকারীরা নানাভাবে হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। বর্তমানে পর্যটনকেন্দ্র এবং এখানে আসা পর্যটকরা হুমকির মুখে রয়েছে। তাই নিরাপত্তা জোড়দার চেয়ে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে আমরা চিঠি দিয়েছি।
এদিকে নির্বাচনী কোন ইস্যু যাতে দেশবাসীর কাছে চাঁদপুরের অনন্য পরিচিত বিনোদন স্পট মোহনপুর পর্যটন কেন্দ্রের উপর খারাপ প্রভাব না ফেলে। সেজন্য এটি টিকিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছে সুধীমহল।