সারাদেশে কনস্টেবল নিয়োগে আবেদন শুরু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ফাইল ছবি

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৩ হাজার ৬০০টি খালি পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৯ জানুয়ারি থেকে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরে থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে অনলাইনে আবেদন শুরু হয়েছে শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

দেশের ৬৪ জেলায় ৩ হাজার ৬০০টি খালি পদে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে পুরুষদের জন্য খালি পদে নিয়োগ দেওয়া হবে তিন হাজার ৬০ জন ও নারীদের জন্য খালি পদ রয়েছে ৫৬০ জন।

নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। এছাড়া, আবেদনপত্রে কোনো মিথ্যা ও ভুল তথ্য দিলে নিয়োগ বাতিল করা হবে।

   

কোন প্রকল্পের নাম ‘শেখ হাসিনা’ না রাখার নির্দেশ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
কোন প্রকল্পের নাম ‘শেখ হাসিনা’ না রাখার নির্দেশ

কোন প্রকল্পের নাম ‘শেখ হাসিনা’ না রাখার নির্দেশ

  • Font increase
  • Font Decrease

 

কোনো প্রকল্পের নাম ‘শেখ হাসিনা’ না রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, নিজের নাম ব্যবহার করে আর যাতে কোন প্রকল্প না নেওয়া হয়।

বৃহস্পতিবার (৯ মে) অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শেখ হাসিনা’ নাম ব্যবহার করে আর প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আব্দুস সালাম আরও বলেন, সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

১০টি প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৫৬৩ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার ২০৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম, উবায়দুল মুকতাদির চৌধুরী, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান প্রমুখ একনেক সভায় আরও উপস্থিত ছিলেন।

;

নওগাঁয় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নওগাঁর মান্দায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে বাবুল হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত বাবুল চকহরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরে সাড়ে ১২টার দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই শ্রমিক বাবুল হোসেনের মৃত্যু হয়েছে।’

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বার্তা২৪.কমকে বলেন, ‘পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহত বাবুল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

;

সেবা বাড়াতে টেলিটকের তিন হাজার টাওয়ার নির্মাণ হচ্ছে: পলক



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের সরকারি মোবাইল সিম কোম্পানি টেলিটক সিমের নেটওয়ার্কের পরিধি বাড়াতে তিন হাজার বিটিএস সাইট (টাওয়ার) নির্মার্ণের কাজ চলমান রয়েছে বলে সংসদে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (৯ মে) জাতীয় সংসদের অধিবেশনে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রহুল আমীন হাওলাদারের লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সংসদে জানান, ইতিমধ্য সেবার মান বাড়াতে টেলিযোগাযোগ বিভাগ সারাদেশে সরকারি মোবাইল ফোম্পানি টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমানে 'গ্রাম পর্যায়ে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং ৫জি সেবা প্রদানে নেটওয়ার্ক আধুনিকায়ন' শীর্ষক চলমান প্রকল্পের অধীন তিন হাজার নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।

মন্ত্রী আরও জানান, সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থায়নে দেশের দুর্গম পার্বত্য জেলা চট্টগ্রাম, হাওর, উপকূলীয় ও দ্বীপাঞ্চল এলাকায় ৪২০ নতুন বিটিএস সাইট (টাওয়ার) স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি প্রস্তাবিত 'ইউনিয়ন পর্যন্ত টেলিটকের ৪জি মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ' শীর্ষক প্রকল্পের আওতায় ২ হাজার বিটিএস সাইট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। এসকল প্রকল্পসমূহ বাস্তবায়িত হলে টেলিটকের মোট বিটিএস সাইট (টাওয়ার) সংখ্যা ১১ হাজারে উন্নীত হবে। ফলে, সারাদেশে টেলিটকের মোবাইল নেটওয়ার্ক সেবার উন্নতি হবে এবং ৪জি নেটওয়ার্ক সেবা প্রদান সক্ষমতা অর্জিত হবে।

;

বিদেশ পাঠানোর নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনার পাথরঘাটা কালমেঘা ইউনিয়নের জলিল চৌধুরীর বিরুদ্ধে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে লিখিত অভিযোগ দিয়ে সংবাদম্মেলন করেছেন জলিলের প্রতারনার শিকার হয়ে সৌদি আরবের কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে ফিরে আসা মিজানুর রহমানসহ ৬টি আসহায় পরিবার।

অসহায় এসব মানুষ জলিল চৌধুরীর কাছে অর্থ ফেরত চাইতে গেলে হুমকি দিচ্ছেন জানিয়ে এসময় কান্নায় ভেঙে পরেন তারা।

পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ আলম, মিজানুর রহমান, শাহিনুর বেগম, আব্দুল কাদের ও আবুল হোসেন মাস্টার। অভাবের সংসারে স্বচ্ছলতা আনতে প্রতারক জলিল চৌধুরীর মিষ্টি কথায় ভুলে তার হাতে তুলে দেন ধার করে আনা এবং ব্যাংক ও এনজিও থেকে লোন নেয়া টাকা।

এসময় কান্না জড়িত কন্ঠে তারা জানান, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মামুন মিয়া, মো. সুমন, ইমরান ও ফোরকানকে বিদেশে পাঠানো হয় পাথরঘাটা পৌরসভার বাসিন্দা আ. জলিল চৌধুরীর মাধ্যমে। কিন্তু অঙ্গীকার অনুযায়ী ঠিক মতো কাজ না দেয়ায় সৌদিতে কষ্টে দিন যাপন করছে। ঠিক মতো খেতেও পারছে না। ব্যাংক ও এনজিও থেকে লোন এবং জমি বিক্রি করে টাকা দিয়ে বিদেশে পাঠানো হয়েছে। কিন্তু দেশে টাকা পাঠানো দূরে থাক ওখানে নিজেরাই খেতে পারছে না। সন্তানদের ফেরত পেতে চান তারা।

সৌদি আরবের কারাগার থেকে সদ্য দেশে আসা মিজানুর রহমান বলেন, অঙ্গীকার অনুযায়ী বিদেশে যাওয়ার পর ভিসার মেয়াদ শেষ হলে ইকামা না দেয়ার কারনে ওই দেশের পুলিশ কর্তৃক গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলে থেকে বের হওয়ার সাথে সাথেই দেশে পাঠিয়ে দেয়া হয়। বিষয়টি নিয়ে জলিলকে জানালে তিনি উল্টো তাকে হুমকি দিয়ে আসছেন।

ফোরকানের বাবা আ. কাদের বলেন, আমি ও ছেলে রিকশা চালাতাম অনেক কষ্ট করে জমি বিক্রি করে ছেলেকে বিদেশে পাঠাই। আজ বাবায় বড় কষ্টে আছে।

এ বিষয়ে অভিযুক্ত আ. জলিল চৌধুরী বিদেশ নোয়ার কথা স্বীকার করলেও তাদের মানবেতর জীবন জাপনের কথা অস্বীকার করে মুঠোফোনে বলেন, আমি সরকারের নিয়ম মেনেই তাদের বিদেশে পাঠিয়েছি। শর্ত অনুযায়ী তাদের ভিসা এবং কাজ দিয়েছি। কাজ না করে যদি দেশে চলে আসে এর দায়ভার তো আর আমি নিব না। ইকামা না দেয়ায় তাদেরকে পুলিশ জেলে পাঠাচ্ছে এমন প্রশ্ন করলে তিনি কোন জবাব না দিয়ে বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে তা সম্পূর্ণ মিথ্যা।

;