বুদ্ধি প্রতিবন্ধী অন্তঃসত্ত্বা, অভিযুক্ত মামা গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধীকে অন্তঃসত্ত্বার অভিযোগে শরিফুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শরিফুল ইসলাম সম্পর্কে ঐ কিশোরীর চাচাত মামা-ভাগ্নি ।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার আসামিকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে রোববার রাতে গফরগাঁও থানায় এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামালা দায়ের করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

শাহীনুজ্জামান জানান, উপজেলার রাওনা ইউনিয়নে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে একা বাড়িতে রেখে তার মা পার্শ্ববর্তী ভালুকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করতেন। সে সুযোগে তার চাচাতো ভাই শরিফুল ইসলাম বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিগত ৫/৬ মাস যাবত একাধিকবার ধর্ষণ করে। এতে প্রতিবন্ধী ঐ কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ের শারীরিক অবস্থার পরিবর্তন দেখে মা রাশিদার সন্দেহ হয়। এক পর্যায়ে প্রতিবন্ধী কিশোরী ইশারা ইঙ্গিত এ ঘটনার জন্য তার মামা শরিফুল ইসলামকে দায়ী করে। পরে এ ঘটনায় কিশোরীর বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান জানান, এ ঘটনায় অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।