বিপিএম-পিপিএম পাচ্ছেন ৩৬ পুলিশ সুপার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

পেশাগত কাজে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম পাচ্ছেন দেশের ৩৬ জেলার পুলিশ সুপার(এসপি)।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

এ বছর কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪০০ জন কর্মকর্তা ও সদস্য।

চার ক্যাটাগরিতে পদক পাওয়া পুলিশ সুপার (এসপি) হলেন- ঢাকা জেলার মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম জেলার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত সরকার মোহাম্মদ কায়সার, রংপুর জেলার পুলিশ সুপার বর্তমানে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি প্রাপ্ত মো. ফেরদৌস আলী, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, কক্সবাজার জেলার মো. মাহফুজুল ইসলাম, গাজীপুর জেলার পুলিশ সুপার কাজী শফিকুল আলম, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনজুর রহমান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো.ছাইদুল হাসান, জয়পুরহাট জেলার মোহাম্মদ নূরে আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মো. আজিম-উল-আহসান, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, দিনাজপুর জেলার পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফা, ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান, বরগুনা জেলার পুলিশ সুপার মো. আব্দুস সালাম, খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মো. কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, বাগেরহাট জেলার পুলিশ সুপার আবুল হাসনাত খান, রাজবাড়ী জেলার পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, শরীয়তপুর জেলার পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, ঝালকাঠি জেলার পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, রাজশাহী জেলার পুলিশ সুপার মো. সাইফুর রহমান।

বিজ্ঞাপন