সপ্তাহে দুই দিন মানুষের কথা শুনবেন ঢাকা-১৯ আসনের সাংসদ

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪. কম সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সাধারণ মানুষের কথা সরাসরি শুনতে সাক্ষাতের সময় ঠিক করে দিলেন ঢাকা-১৯ সাভার আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম।

এক ঘোষণায় বলা হয়েছে, সপ্তাহে দুই দিন, শুক্রবার ও সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তার নির্বাচনী এলাকার মানুষের কথা শুনবেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া জরুরি প্রয়োজনে তার মুঠোফোন নম্বরেও যোগাযোগ করা যাবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে নানা উদ্যোগ নিয়ে প্রশংসিত হচ্ছেন সাভারের হেভিওয়েট দুই প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করা সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যেমন নিজে সরাসরি যাচ্ছেন, তেমনি বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকের সঙ্গে মিশে তাদের সুবিধা অসু্বিধার কথাও শুনছেন তিনি।

সংসদ সদস্য সাইফুলের এসব কার্যক্রম নজর কেড়েছে সাধারণ মানুষের। তাই তাকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই।