ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক : নির্বাচন কমিশনার

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান বলেছেন, ‘ইভিএম হচ্ছে সচ্ছলতার প্রতীক, জাল ভোট ঠেকাতেই আমাদের ইভিএম এর ব্যাবহার বাড়ানো উচিত। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় আমরা ১৩ শতাধিক নির্বাচন সম্পন্ন করেছি। এর মধ্যে ছয় শতাধিক নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করেছি। ইভিএমে কেউ কারচুপি করতে পারে না।’

রবিবার (৩ মার্চ) পটুয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আহসান হাবিব খান বলেন, ‘ইভিএমে ভোট হওয়ায় ভোটারকে কেন্দ্রে যেতেই হবে। আঙুলের ছাপ মেলাতে হবে। তারপরও ইভিএম নিয়ে ভ্রান্ত ধারণা কী কারণে আমি নিজেও বুঝি না। কারিগরি যতো বিশেষজ্ঞ রয়েছেন তারা সকলেই ইভিএম নিয়ে খুলে দেখেছেন। তারপরও ইভিএম নিয়ে সন্দেহ কেন থাকবে তা আমার বোধগম্য নয়।’

তিনি আরও বলেন, ‘ইভিএম দিয়ে কোনও ধরণের কারচুপি করা সম্ভব নয়। আমরা যে ৬০০ নির্বাচন ইভিএমে সম্পন্ন করেছি তাতে কোনও প্রার্থী বা ভোটার কেউ বলেনি ইভিএম ভুল করেছে। এর বিরুদ্ধে কারও অভিযোগ নেই। ব্যালটে কিন্তু একজন অনেক ভোট দিতে পারেন। ব্যালট বাক্স লুট হলে সব লুট হয়ে যায়। ইভিএমে কিন্তু তা সম্ভব না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইভিএম না থাকলে দুশ্চিন্তার কারণ ছিল। ইভিএম রয়েছে বিধায় দুশ্চিন্তা নেই। ইভিএম হচ্ছে স্বচ্ছতার প্রতীক। নির্বাচন চলাকালে ইভিএমে কারিগরি ত্রুটি দেখা দিলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।’