নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় জামিনুর রহমান (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মিস্টার নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

সোমবার (৪ মার্চ) দুপুরে ইসলামি ডিগ্রি কলেজের পূর্ব দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত জামিনুর রহমান ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় পচারহাট উচ্চ বিদ্যালের শিক্ষক এবং আহত পুলিশ সদস্য পচারহাট এলাকার আলীর ছেলে মিস্টার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই শিক্ষক ও পুলিশ সদস্য মামলার হাজিরার জন্য মোটরসাইকেল যোগে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে ধাক্কায় দুজনে মোটরসাইকেল থেকে ছিটকে পরে যায়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জামিনুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং মিস্টার নামে পুলিশ সদস্যকে জরুরি চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানায়, আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।