উত্তরায় ফেনসিডিল উদ্ধার করল ট্র্যাফিক পুলিশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

উত্তরায় ফেনসিডিল উদ্ধার করল ট্র্যাফিক পুলিশ

উত্তরায় ফেনসিডিল উদ্ধার করল ট্র্যাফিক পুলিশ

রাজধানীর উত্তরায় সন্দেহজন ব্যক্তিকে ধাওয়া করে ৩৩টি ফেনসিডিল উদ্ধার করছে ট্র্যাফিক পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসব মাদক বহনকারী ব্যক্তি পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক উত্তরা বিভাগের আব্দুল্লাহপুর ট্র্যাফিক বক্সের (টিআই) মো. মেহেদী হাসান বলেন, 'আমি ও আমাদের উত্তরা পূর্ব জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. ইব্রাহিম স্যার মহাসড়কের যানজট পরিস্থিতি পরিদর্শন ও নিরসনের চেষ্টা করছিলাম। ওই সময় পলওয়েল মার্কেটের সামনে এক পথচারীকে সন্দেহ হয়। পরে তাকে ধরার জন্য বললে সার্জেন্ট এসএম খুরশিদ আলম ধাওয়া করলে মহাসড়কের গাড়ির মাঝ দিয়ে ঝুঁকি নিয়ে পালিয়ে যায়। ওই সময় তার সাথে থাকা একটি নেভি ব্লু কালারের কাপড়ের ব্যাগ ফেলে যায়।'

তিনি বলেন, 'পরে ওই কাপড়ের ব্যাগ খুলে ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলসহ ব্যাগটি উত্তরা পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম রুবেলের কাছে আইনানুগ ব্যবস্থার জন্য দেওয়া হয়।'

বিজ্ঞাপন