ফেনীতে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিঝুম আক্তার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহত নিঝুম ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার মিধ্যাবাড়ির শহীদুল আলমের মেয়ে। সে ফেনীর জয়নাল হাজারী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে চট্টগ্রাম রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার (৪ মার্চ) দুপুরে কলেজ থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাইচ্চুটি নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মেয়েটি কলেজ ড্রেস পড়া ছিল। সে ফেনী থেকে বাসে করে যাচ্ছিলেন, বাসের গ্যাস শেষ হয়ে গেলে লাটিমি রাস্তার মাথায় গ্যাস নেওয়ার জন্য বাসটি সিএনজি পাম্পে পৌঁছালে মেয়েটি তখন বাস থেকে নেমে রাস্তার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে। তখন বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মেয়েটিকে ধাক্কা দিলে মেয়েটি রাস্তায় লুটিয়ে পড়ে, পরবর্তীতে পথচারীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

জয়নাল হাজারী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহাদাৎ হোসেন জানান, গতকাল যখন দুর্ঘটনা ঘটে পুলিশের মাধ্যমে আমরা সে সংবাদ জানতে পারি৷ পরবর্তীতে ফেনী হাসপাতালে যাওয়ার পর তাকে চট্টগ্রাম পাঠানো হয়৷ কলেজ গভর্নিং বডি ও কলেজ প্রশাসন থেকে আমরা ইতোমধ্যে তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু বিকালে তার পরিবারের মাধ্যমে জানতে পারি মেয়েটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিজ্ঞাপন

শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানে আলম ভুঞা বলেন, সে ইউনিয়নের একজন মেধাবী ছাত্রী। তার মৃত্যু সংবাদে তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা ৪ ভাই বোন। বোনের মধ্যে সে সবার বড়।