পদ্মায় সি-বোট সংঘর্ষে তিন ম্যাজিস্ট্রেটসহ আহত ৯, নিহত ১

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শরীয়তপুর ভেদেরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে দুই সি-বোটের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে ৩ ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন ৯ জন। তারা ভেদেরগঞ্জ উপজেলার কাচিকাঁটা ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনী দায়িত্ব পালন শেষে বোটে কর্মস্থলে ফিরছিলেন। শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনায় নিহত মোক্তার (১৫) ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাচ্চু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

শরীয়তপুর জেলা প্রশাসক মুহাম্মদ নিজামউদ্দিন আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার জাজিরা উপজেলার বড় কান্দি এবং ভেদরগঞ্জ উপজেলার কাচিকাঁটা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দায়িত্ব পালন শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মচারীরা কাঁচিকাটার উত্তরপাড় থেকে দক্ষিণপাড় আসছিলেন। এ সময় দক্ষিণপাড় থেকে উল্টো পথে একটি সি বোট এসে আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের বহন করা সি বোটকে ধাক্কা দেয়। এতে একজন নিহত হয়েছেন।৩ ম্যাজিস্ট্রেটসহ ৯ জন আহত হয়েছেন।

আহত ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট হলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসিত সাত্তার, আব্দুলাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলার এসিল্যান্ড (ভূমি) এনামুল হাফিজ নাদিম। জেলা প্রশাসনের অন্যান্যরা কর্মচারীরা হচ্ছেন- অফিস সহকারী দেবব্রত পাল, হুমায়ুন কবির।

বিজ্ঞাপন