সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক অটোরিকশায় ধাক্কা, আহত ১৯

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সিএনজিচালিত অটোরিকশা ও পথচারীকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় ১৯ জন আহত হয়েছেন।

রোববার (১০ মার্চ) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারীর কাটিরহাটে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর গাড়িটি খাগড়াছড়ির দিকে থেকে এসে হঠাৎ ব্রেক ফেইল হলে সামনে থাকা ৩-৪টি অটোরিকশায় ধাক্কা দেয়। এসময় পথচারীরা অনেকে আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে থাকা এক সেনা কর্মকর্তা জানান, আহত ১৯ জনকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন