সহকর্মীকে শ্লীলতাহানি, বড় ভাই হিসেবে ভুলে যাওয়ার অনুরোধ!

  • আল আমিন রাজু, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী সহকর্মীকে শ্লীলতাহানি, বড় ভাই হিসেবে ভুলে যাওয়ার অনুরোধ!

নারী সহকর্মীকে শ্লীলতাহানি, বড় ভাই হিসেবে ভুলে যাওয়ার অনুরোধ!

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পরিকল্পনা বিভাগের প্রধান ও যুগ্ম পরিচালক মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে এক নারী সহকর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী সাত মাসের অন্তসত্ত্বা। এই অবস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে শ্লীলতাহানির শিকার হয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ দিকে বিষয়টি রাগের মাথায় করেছেন দাবি ওই কর্মকর্তার। সেই সঙ্গে বড় ভাই হিসেবে ভুলে যেতে অনুরোধ করেছেন তিনি।

যদিও ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আচরণের বিচার চেয়ে বিএডিসি’র চেয়্যারমান আব্দুল্লাহ সাজ্জাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। এদিকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তার এমন আচরণে আতঙ্কিত অন্য নারী কর্মকর্তারা। তারাও একটি প্রতিবাদ লিপি চেয়াম্যানের কাছে জমা দিয়েছেন। প্রতিষ্ঠানের বিভিন্ন পদে কর্মরত দেড় ডজনেরও বেশি নারী কর্মকর্তার স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপি জমা দেওয়া হয়। অভিযোগ ও প্রতিবাদ লিপির কপি বার্তা২৪.কমের হাতে রয়েছে।

বিজ্ঞাপন

থানায় জিডি না করে প্রতিষ্ঠানের প্রধানের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। অভিযোগে ভুক্তভোগী সহকারী পরিচালক পদের ওই কর্মকর্তা উল্লেখ করেন,  চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বদলির বিষয়ে কথা বলতে বিএডিসি’র পরিকল্পনা বিভাগের প্রধান আজাদের কক্ষে প্রবেশ করেন। তার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ওই নারীকে জড়িয়ে ধরেন আবুল কালাম আজাদ। তাৎক্ষণিক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হওয়ায় ভীত হয়ে যান ভুক্তোভোগী। পরে তিনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে বের হয়ে যান। বিষয়টি ভুক্তভোগীর স্বামী ও পুলিশ কর্মকর্তা ভাইকে জানান। পরিবার থানায় অভিযোগ দিতে বললেও প্রতিষ্ঠানের প্রধান হিসেবে চেয়ারম্যানের কাছে এই ঘটনার বিচার চেয়ে অভিযোগ করেন।

অভিযোগপত্রে তিনি আরও বলেন, সাত মাসের গর্ভবতী অবস্থায় এমন পরিস্থিতির সম্মুখীন হওয়াটা আমার অনাগত সন্তানের জন্য ক্ষতিকর। এই ঘটনায় ভীত এবং চিন্তিত নারী কর্মচারী উপযুক্ত বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন

এদিকে বিষয়টি গোপন রাখতে অভিযুক্ত যুগ্ম পরিচালক আজাদ নারী কর্মকর্তাকে নানাভাবে ম্যানেজ করার চেষ্টা করছেন। এমন কি শ্লীলতাহানিকারী আজাদকে নিজের বড় ভাই ভেবে ঘটনাটি ভুলে যেতে অনুরোধ করেন। মোবাইল ফোনে সেই অনুরোধের একটি ফোন রেকর্ড বার্তা২৪.কমের হাতে এসেছে। সাড়ে ৮ মিনিটের ফোন রেকর্ডে বলতে শোনা যায়, শরীরে হাত দেওয়ার বিষয়টি রাগের মাথায় করেছেন দাবি করেন আজাদ।

তিনি বলেন, আমি সারাজীবন তোমার বড় ভাই হয়ে থাকব। তুমি বিষয়টা ভুলে যাও। আমি রাগি মানুষ। সবাইকে শাসন করি, আবার আদরও করি। তুমি সারাজীবনের জন্য আমার বোন। আমি রাগের মাথায় এটা করেছি। আমার মা (স্টোক) হৃদরোগে আক্রান্ত ছিলো। তাই মাথা ঠিক ছিলো না। আমরা দুই ভাই বোন মিলে সব সমস্যার সামাধান করব। আমার দুই মেয়ে আছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে তোমার বাসায় আসব। তুমি আমার উত্তর বঙ্গের বোন। ভবিষ্যতে সবসময় তোমার পাশে থাকব। 

জানা গেছে, পরিকল্পনা বিভাগের প্রধান আজাদের ব্যক্তিগত সহকারী হিসেবে গত দেড় বছর ধরে কাজ করে আসছিলেন ওই ভুক্তভোগী নারী। এই ঘটনার বিষয়টি জানাজানি হলে তাকে দ্রুত রংপুরে বদলি করা হয়। নারীর অভিযোগের প্রেক্ষিতে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই আজাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এই প্রতিবেদক নিজের পরিচয় দিয়ে তাকে ম্যাসেজ পাঠান। তবে অনলাইনে থাকার পরেও তিনি সাড়া দেননি।  

যুগ্ম পরিচালক আজাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চেয়্যারমান আব্দুল্লাহ সাজ্জাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি সাড়া দেননি।

তার একান্ত সচিব মো. সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, অভিযোগের বিষয়টি স্যার গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করতে দিয়েছেন। তদন্ত কমিটি কাজ করছে।

অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে সাময়িক কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না, তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তদন্ত প্রতিবেদন আসলে পরে হয় তো সিদ্ধান্ত নেওয়া হবে।